ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : ০১:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

বান্দরবান সংবাদদাতা: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পর্যটন নগরী বান্দরবান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাস্তা ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ। গত ৫ দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছের ৮ জন। এখনও বিদ্যুৎ বিহীন জেলার লক্ষাধিক মানুষ। চারিদিকে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচি সড়কে পোড়া বাংলা এলাকায় ধসে পড়েছে সড়কের বিশাল অংশ। এর ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে থানচির সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ। এছাড়াও বান্দরবান রুমা সড়কে বিভিন্ন অংশে পাহাড়ের মাটি ধসে রুমার সাথেও সাময়িক বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন থানচি ও রুমার স্থানীয় বাসিন্দারা। এদিকে টানা তিন দিনের বন্যায় এখনও বিপর্যস্ত বান্দরবানের লামা, রুমা রোয়াংছড়িসহ সব উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৮ হাজার ২৫৩ হেক্টর ফসলি জমি, সাড়ে ৩ হাজার বসতবাড়ি, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার পরিবারের ৬২ হাজার মানুষ।
বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, জেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং শিগগিরই তাদের তাদের পুনর্বাসনের কাজ শুরু হবে। উল্লেখ্য, গত ৩ আগস্ট রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানে দেখা দেয় ভয়াবহ বন্যা। এতে পানিবন্দি হয়ে পড়ে জেলার কয়েক লাখ মানুষ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০১:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

বান্দরবান সংবাদদাতা: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পর্যটন নগরী বান্দরবান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাস্তা ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ। গত ৫ দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছের ৮ জন। এখনও বিদ্যুৎ বিহীন জেলার লক্ষাধিক মানুষ। চারিদিকে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচি সড়কে পোড়া বাংলা এলাকায় ধসে পড়েছে সড়কের বিশাল অংশ। এর ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে থানচির সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ। এছাড়াও বান্দরবান রুমা সড়কে বিভিন্ন অংশে পাহাড়ের মাটি ধসে রুমার সাথেও সাময়িক বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন থানচি ও রুমার স্থানীয় বাসিন্দারা। এদিকে টানা তিন দিনের বন্যায় এখনও বিপর্যস্ত বান্দরবানের লামা, রুমা রোয়াংছড়িসহ সব উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৮ হাজার ২৫৩ হেক্টর ফসলি জমি, সাড়ে ৩ হাজার বসতবাড়ি, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার পরিবারের ৬২ হাজার মানুষ।
বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, জেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং শিগগিরই তাদের তাদের পুনর্বাসনের কাজ শুরু হবে। উল্লেখ্য, গত ৩ আগস্ট রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানে দেখা দেয় ভয়াবহ বন্যা। এতে পানিবন্দি হয়ে পড়ে জেলার কয়েক লাখ মানুষ।