স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিয়েছেন থাইল্যান্ড থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ প্রদানের জন্য ব্যাংককস্থ ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করে। ওই মোতাবেক ওই হাসপাতাল থেকে তিন জন চিকিৎসকসহ মোট ছয়জনের একটি দল ঢাকায় আসে। গত ৩০ অক্টোবর থাইল্যান্ড থেকে আগত চিকিৎসক দল রাজধানী আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের দেখেছে।
নিটোর পরিচালক ডা. কাজী শামীম উজজামান বলেন, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল ভর্তি হওয়া ভর্তিকৃত ৫৭ জন রোগীর সবাইকে দেখেছেন। তাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হলো অপেক্ষা করা এবং তদন্তের মাধ্যমে ৪ সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সঙ্গে একমত।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বলেন, থাইল্যান্ড থেকে আগত চিকিৎসক দল আমাদের এখানে ৭ জন গুরুতর আহত রোগীকে দেখেছেন। চিকিৎসকদল বলেছেন আগামীকাল তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দেবেন। এছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।