আন্তর্জাতিক ডেস্ক : ভয় যদি না-ই থাকে, তবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোট দিতে দেওয়া হোক। গত সোমবার ত্রিপুরায় গিয়ে এ কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের অভিযোগ, ১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি তার একটিও পূরণ করতে পারেনি। এ কারণেই এখন হামলা, দাঙ্গা-হাঙ্গামার পথ বেছে নিয়েছে।
একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র একেবারেই ভূলুণ্ঠিত। মানুষের মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভোটের প্রচারে পর্যন্ত বের হতে দিচ্ছে না। সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত অমান্য করতে কার্পণ্য করছে না তারা।
ত্রিপুরার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় আয়োজিত সভা থেকে তিনি বলেন, যত বাধা বিপত্তি, সন্ত্রাসই চালানো হোক না কেন, তৃণমূল কংগ্রেস তাদের লক্ষ্য এবং পরিকল্পনা থেকে সরে আসবে না।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুস্মিতা দেব, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেস রাজ্য স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক বাপটু চক্রবর্তী প্রমুখ।
ত্রিপুরায় গণতন্ত্র একেবারেই ভূলুণ্ঠিত: তৃণমূল সম্পাদক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ