প্রত্যাশা ডেস্ক : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে গাড়িচাপায় হত্যা চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শ্যামপ্রাসাদ লেনে সরকারি বাসভবনের কাছে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। এ সময় তার নিরাপত্তা কর্ডন ভেদ করে তিন ব্যক্তি গাড়িচাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের চিৎকারে লাফিয়ে ফুটপাতে উঠে নিজেকে রক্ষা করেন বিপ্লব দেব।
আগরতলা পুলিশ জানায়, বেপরোয়াভাবে গাড়িটিকে এগিয়ে আসতে দেখে চিৎকার করে ওঠেন দেহরক্ষী। তাতেই লাফিয়ে রাস্তার ফুটপাতে উঠে যান বিপ্লব। তার গা ঘেঁষে চলে যায় গাড়িটি। ঘটনার পর রাতেই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তাতেই টিআর ০১ এটি ০৩৫৬ নম্বর প্লেট বসানো গাড়িটির হদিস মেলে। শনাক্ত করা হয় গৈরিক সাহা, আমন সাহা এবং শুভম সাহা নামের তিন অভিযুক্তকে। ঘটনার সময় গৈরিকই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯, ৩০৭, ৩৩২, ৪২৭ এবং ৩৫৩ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে আগরতলা পুলিশ। শুক্রবার ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছ। গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে শুক্রবার আদালতে হাজির করার পর ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গাড়িচাপায় হত্যার চেষ্টা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ