সিলেট সংবাদদাতা : সিলেটে পৌঁছে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর চালিবন্দরস্থ রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে খাদ্য সমগ্রী বিতরণ করেন তারা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য যা যা করার তার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সিলেটের বন্যাদুর্গত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ