ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

তৌফিকা করিমের আরো ১১৪ ব্যাংক হিসাবে ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

  • আপডেট সময় : ০৯:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান তৌফিকা করিমের আরো ১১৪টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৮৭ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। তার আগেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত হিসেবে পরিচিত আইনজীবী তৌফিকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ এসেছে।
নতুন করে বিভিন্ন ব্যাংকে থাকা তার ১১৪টি হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই মো. মনিরুজ্জামান। এসব হিসাবে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা রয়েছে। হিসাবগুলোতে তার আগে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা অবৈধ লেনদেন হয়েছে বলে আদালতে বলেছেন তিনি।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে এসআই মো. মনিরুজ্জামান বলেন, আমরা তৌফিকা করিমের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের বিষয়ে অনুসন্ধান করছি। তথ্য পেলে তার বিরুদ্ধে মামলা করবো।

আবেদনে তিনি বলেছেন, আনিসুল হক আইনমন্ত্রী থাকা অবস্থায় ‘ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম’ করেছেন তৌফিকা। এর মাধ্যমে অর্জিত অর্থে তিনি ‘ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনার পাশাপাশি বিদেশেও অর্থ পাচার’ করেছেন। মনিরুজ্জামান বলেছেন, এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন, কারণ তা না হলে এই অর্থ অন্যত্র ‘হস্তান্তর’ হতে পারে।

সানা/আপ্র/২৯/০৯/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তৌফিকা করিমের আরো ১১৪ ব্যাংক হিসাবে ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

আপডেট সময় : ০৯:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান তৌফিকা করিমের আরো ১১৪টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৮৭ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। তার আগেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত হিসেবে পরিচিত আইনজীবী তৌফিকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ এসেছে।
নতুন করে বিভিন্ন ব্যাংকে থাকা তার ১১৪টি হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই মো. মনিরুজ্জামান। এসব হিসাবে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা রয়েছে। হিসাবগুলোতে তার আগে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা অবৈধ লেনদেন হয়েছে বলে আদালতে বলেছেন তিনি।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে এসআই মো. মনিরুজ্জামান বলেন, আমরা তৌফিকা করিমের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের বিষয়ে অনুসন্ধান করছি। তথ্য পেলে তার বিরুদ্ধে মামলা করবো।

আবেদনে তিনি বলেছেন, আনিসুল হক আইনমন্ত্রী থাকা অবস্থায় ‘ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম’ করেছেন তৌফিকা। এর মাধ্যমে অর্জিত অর্থে তিনি ‘ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনার পাশাপাশি বিদেশেও অর্থ পাচার’ করেছেন। মনিরুজ্জামান বলেছেন, এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন, কারণ তা না হলে এই অর্থ অন্যত্র ‘হস্তান্তর’ হতে পারে।

সানা/আপ্র/২৯/০৯/২০২৫