ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

তোমার স্মৃতিরা আর তুমি

  • আপডেট সময় : ১০:০০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

আনিস ফারদীন : আমার মন-মগজে এখনো লেগে আছো তুমি
সবিস্ময়ে আজও আমি তাকিয়ে থাকি
তোমার প্রতিচ্ছবিতে—
তোমার প্রতিচ্ছবি এখনো ধরা দেয় জীবন্ত হয়ে।
প্রতিচ্ছবি জীবনের খুব কাছে নিয়ে আসে সব কল্পনাকে
টালবাহানার হাত দূরে সরিয়ে জীবন্ত হয়ে ওঠে ইচ্ছেরা,
কল্পনাগুলো সূর্যের আলোয় প্রচ্ছন্ন থেকে প্রকট হয়ে ওঠে
সামনে এসে দাঁড়াও তুমি আর তোমার স্মৃতিরা।
লোক-লোকান্তর হয়ে ওঠে দিব্যি সত্যি
মুখোমুখি হওয়ার স্মৃতিরা এখনো আমায় ভাবিয়ে যায়
আমি অপলক তাকিয়ে থাকি তোমার দিকে,
তোমার প্রতিচ্ছবির দিকে,
অতীত ইতিহাসের দিকে।
তোমার মায়াভরা চাহনি, কপালের কালো টিপ,
ঠোঁটে হালকা লিপিস্টিক আর মাথার খোঁপায় বেলি ফুলের সাদাভগুচ্ছ—
এখনো রাঙিয়ে দেয় আমার মন।
চায়ের কাপে চুমুকে চুমুকে হৃদয়ের না বলা কথাগুলো
ধরা দেয় জীবন্ত হয়ে—
কাব্যিক উপমা এসে দাঁড়ায় সামনে, গল্পরা হয়ে ওঠে জীবন্ত।
ফুলেরা ফোটে আর দূর্বা ঘাস, বুনোফুল, পথঘাসেরা আনন্দে মাতে, হেলেদুলে গান গায়
মনমাতানো সুরে তন্দ্রাচ্ছন্ন হয় হৃদয়—
চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠে ইচ্ছেরা
আর মন-মগজে লেগে থাকো তুমি আর তোমার স্মৃতিরা।
কবি: প্রভাষক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন: ড. ইউনূস

তোমার স্মৃতিরা আর তুমি

আপডেট সময় : ১০:০০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

আনিস ফারদীন : আমার মন-মগজে এখনো লেগে আছো তুমি
সবিস্ময়ে আজও আমি তাকিয়ে থাকি
তোমার প্রতিচ্ছবিতে—
তোমার প্রতিচ্ছবি এখনো ধরা দেয় জীবন্ত হয়ে।
প্রতিচ্ছবি জীবনের খুব কাছে নিয়ে আসে সব কল্পনাকে
টালবাহানার হাত দূরে সরিয়ে জীবন্ত হয়ে ওঠে ইচ্ছেরা,
কল্পনাগুলো সূর্যের আলোয় প্রচ্ছন্ন থেকে প্রকট হয়ে ওঠে
সামনে এসে দাঁড়াও তুমি আর তোমার স্মৃতিরা।
লোক-লোকান্তর হয়ে ওঠে দিব্যি সত্যি
মুখোমুখি হওয়ার স্মৃতিরা এখনো আমায় ভাবিয়ে যায়
আমি অপলক তাকিয়ে থাকি তোমার দিকে,
তোমার প্রতিচ্ছবির দিকে,
অতীত ইতিহাসের দিকে।
তোমার মায়াভরা চাহনি, কপালের কালো টিপ,
ঠোঁটে হালকা লিপিস্টিক আর মাথার খোঁপায় বেলি ফুলের সাদাভগুচ্ছ—
এখনো রাঙিয়ে দেয় আমার মন।
চায়ের কাপে চুমুকে চুমুকে হৃদয়ের না বলা কথাগুলো
ধরা দেয় জীবন্ত হয়ে—
কাব্যিক উপমা এসে দাঁড়ায় সামনে, গল্পরা হয়ে ওঠে জীবন্ত।
ফুলেরা ফোটে আর দূর্বা ঘাস, বুনোফুল, পথঘাসেরা আনন্দে মাতে, হেলেদুলে গান গায়
মনমাতানো সুরে তন্দ্রাচ্ছন্ন হয় হৃদয়—
চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠে ইচ্ছেরা
আর মন-মগজে লেগে থাকো তুমি আর তোমার স্মৃতিরা।
কবি: প্রভাষক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।