মুনির শফিক : শীতকালে তোমার ভীষণ তৃষ্ণা পায়
শিশির ভেজা ফুল সুবাস ছড়ায়
প্রাকৃতিক তৃপ্তি নিয়ে হাসো আমরণ
আমার হৃদে বাসা বাঁধে মরু জাগরণ।
শীতকালে কোমল রোদ তুমি ভীষণ চাও
ঝলমলে কোমল রোদের ছোঁয়া ঠিক পাও
আনমনে মেলে দেও তাতে উষ্ণীয় দুটো ডানা
আমার হৃদ হয় না! শিশির পড়ে ফুটো-কানা।
শীতকালে তোমার ভোর কাটে ঘুমের ঘোরে
তোমার মতো পাখিরাও আলস্য গাঁ নিয়ে উড়ে
মধুময় শীতকাটাও মনের তৃষ্ণা মিটিয়ে
আমার মনছুটে জীবিকার চাদর বিছিয়ে।