নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শনিবার (৪ অক্টোবর) রাত আটটার দিকে তার রক্তচাপ ও পালস কমে গিয়েছিল। পরে কিছুটা স্থিতিশীল হলেও বর্তমানে অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে পারিবারিক একটি সূত্র জানিয়েছে।
তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, ‘স্যারের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।’
বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় ১০ দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তোফায়েল আহমেদ। শনিবার রাতে তার মৃত্যুর খবর প্রকাশ করে কিছু সংবাদমাধ্যম।
এ বিষয়ে হাসপাতালের ‘কাস্টমার কেয়ার’ প্রতিনিধি মোরশেদুল রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের খবর গত এক সপ্তাহ ধরেই ছড়াচ্ছে। অনেকেই আমাদের ফোন করে বিষয়টি জানতে চাইছেন। তিনি আমাদের হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন। সেক্ষেত্রে ওনার সর্বশেষ অবস্থা চিকিৎসকরা বলতে পারবেন। তবে খারাপ কিছু হলে অবশ্যই আমাদের জানানো হবে, তখন সাংবাদিকরাও জানতে পারবেন।’
পারিবারিক এক সদস্য জানান, ‘রাত আটটার দিকে প্রেশার ও পালস কমে গিয়েছিল। এখন আবার কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু অবস্থা এখনো ক্রিটিক্যাল।’
এসি/সানা/আপ্র/০৪/১০/২০২৫