ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

তেহরানে মিলিত হয়েছেন আফগান প্রতিবেশিরা

  • আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোর সিনিয়র কর্মকর্তারা ইরানের রাজধানীতে জড়ো হয়েছেন। তালেবান শাসিত দেশটির পরিস্থিতি নিয়ে এক দিনের সম্মেলনে অংশ নেবেন তারা।
ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার তেহরানে মিলিত হয়েছেন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ‘অন্য জরুরি কাজ থাকায়’ সম্মেলনের উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকান নীতির পরাজয়ের অর্থ এই নয় যে এই অঞ্চলে তাদের ধ্বংসাত্মক নীতি বাদ দেবে। জঙ্গিগোষ্ঠী আইএসকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছায়া শক্তি হিসেবে আখ্যা দেন মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আইএস এখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে গৃহযুদ্ধ শুরু করতে চায়। এক দিনের সম্মেলনে অংশ নেওয়া সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য বক্তব্য রাখার পর রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। সেখানে তারা একটি যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান ইস্যুতে আরেকটি বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ওপর আরোপিত একক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তারা বলেন পতনের মুখে থাকা আফগান অর্থনীতির ব্যাপক সহায়তা প্রয়োজন।
এছাড়া ওই সম্মেলন থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের ওপর জোর দেওয়া হয়। আফগানিস্তানে মানবিক সহায়তার ওপর জোর দেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তেহরানে মিলিত হয়েছেন আফগান প্রতিবেশিরা

আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোর সিনিয়র কর্মকর্তারা ইরানের রাজধানীতে জড়ো হয়েছেন। তালেবান শাসিত দেশটির পরিস্থিতি নিয়ে এক দিনের সম্মেলনে অংশ নেবেন তারা।
ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার তেহরানে মিলিত হয়েছেন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ‘অন্য জরুরি কাজ থাকায়’ সম্মেলনের উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকান নীতির পরাজয়ের অর্থ এই নয় যে এই অঞ্চলে তাদের ধ্বংসাত্মক নীতি বাদ দেবে। জঙ্গিগোষ্ঠী আইএসকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছায়া শক্তি হিসেবে আখ্যা দেন মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আইএস এখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে গৃহযুদ্ধ শুরু করতে চায়। এক দিনের সম্মেলনে অংশ নেওয়া সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য বক্তব্য রাখার পর রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। সেখানে তারা একটি যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান ইস্যুতে আরেকটি বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ওপর আরোপিত একক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তারা বলেন পতনের মুখে থাকা আফগান অর্থনীতির ব্যাপক সহায়তা প্রয়োজন।
এছাড়া ওই সম্মেলন থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের ওপর জোর দেওয়া হয়। আফগানিস্তানে মানবিক সহায়তার ওপর জোর দেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।