আন্তর্জাতিক ডেস্ক : এডেন উপসাগরে সোমবার তেহরানের একটি তেল ট্যাংকারে জলদস্যুদের হামলা নস্যাতের দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালী পার হওয়ার আগে সশস্ত্র ব্যক্তিদের বহনকারী চারটি নৌকা ট্যাংকারের কাছে চলে আসে। এ সময় ইরানি এসকর্ট সতর্কীকরণ গুলি চালিয়ে তাদের নিবৃত্ত করতে সমর্থ হয়। ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে তার সক্ষমতা বাড়িয়েছে। সোমালীয় জলদস্যুদের হাত থেকে ইরানি জাহাজগুলোকে রক্ষায় তারা ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ পাঠিয়েছ