ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

তেলেঙ্গানায় কয়লা খনির ছাদ ধসে নিহত ৪

  • আপডেট সময় : ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাজ্যটির মানচেরিয়াল জেলায় অবস্থিত রাষ্ট্রনিয়ন্ত্রিত সিঙ্গারেনি কয়লা খনিতে (এসসিসিএল) এই দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার বিকেলে তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার শ্রিরামপুর এলাকায় একটি ভূগর্ভস্থ খনির ছাদের একটি অংশ আচমকাই ধসে পড়ে। দুর্ঘটনার সময় শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। ছাদ ধসে পড়ার পর সেটির নিচে চাপা পড়েন শ্রমিকরা।
পরে চার জন শ্রমিকের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়। নিহত শ্রমিকদের নাম- কৃষ্ণ রেড্ডি (৫৯), লক্ষমাইয়া (৬০), চন্দ্রশেখর (২৯) ও সুর্য নরসিংহ রাজু (৩০)। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ভারতে ফের খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার বিকেলে খনির ভেতরে কাজ করার সময় ওপর থেকে পাথর, কয়লা খসে পড়া শুরু হতেই কয়েকজন শ্রমিক দ্রুত বেরিয়ে আসেন। তবে ওই চারজন শ্রমিক ভেতরেই চাপা পড়েন। পরে দুর্ঘটনার খবর পেয়ে সিঙ্গারেনি কোলিয়ারির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। অবশ্য কী কারণে আকস্মিক এভাবে কয়লা খনির ছাদ ধসে পড়ল তা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এস চন্দ্রশেখর রেড্ডি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তেলেঙ্গানায় কয়লা খনির ছাদ ধসে নিহত ৪

আপডেট সময় : ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাজ্যটির মানচেরিয়াল জেলায় অবস্থিত রাষ্ট্রনিয়ন্ত্রিত সিঙ্গারেনি কয়লা খনিতে (এসসিসিএল) এই দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার বিকেলে তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার শ্রিরামপুর এলাকায় একটি ভূগর্ভস্থ খনির ছাদের একটি অংশ আচমকাই ধসে পড়ে। দুর্ঘটনার সময় শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। ছাদ ধসে পড়ার পর সেটির নিচে চাপা পড়েন শ্রমিকরা।
পরে চার জন শ্রমিকের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়। নিহত শ্রমিকদের নাম- কৃষ্ণ রেড্ডি (৫৯), লক্ষমাইয়া (৬০), চন্দ্রশেখর (২৯) ও সুর্য নরসিংহ রাজু (৩০)। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ভারতে ফের খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার বিকেলে খনির ভেতরে কাজ করার সময় ওপর থেকে পাথর, কয়লা খসে পড়া শুরু হতেই কয়েকজন শ্রমিক দ্রুত বেরিয়ে আসেন। তবে ওই চারজন শ্রমিক ভেতরেই চাপা পড়েন। পরে দুর্ঘটনার খবর পেয়ে সিঙ্গারেনি কোলিয়ারির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। অবশ্য কী কারণে আকস্মিক এভাবে কয়লা খনির ছাদ ধসে পড়ল তা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এস চন্দ্রশেখর রেড্ডি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।