দ্বীন মোহাম্মাদ দুখু :যখন বুঝলাম
ভুলের মাহেন্দ্রক্ষণ আমায় করেছে গ্রাস
তখন আমার চোখের রেটিনায়
ভেসে উঠলো এক ফালি গ্রাম
যেখানে একটি মাছরাঙা
তৃষ্ণার্থ চোখে তাকিয়ে আছে জলের উপর
একজন কৃষক ঝড়ো হাওয়ার মাঝে বেদনার্ত হৃদয়ে তাকিয়ে আছে
আধা পাকা ধানের দিকে
এই বুঝি পেলাম
তবু হলো না পাওয়া
তেমনি আমিও তৃষ্ণার্থ চোখে এক যুগ পেরিয়ে
চোখের উপর থেকে কালো পর্দা সরিয়ে উপলব্ধি করেছি –
মন পাওয়া দূর! মন তো অতল তলে
মনের মতো মন খুঁজে নিতে হয় কৌশলে।
তৃষ্ণার্থ চোখে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ