ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

তৃতীয় পক্ষের ডিভাইসে এলো সিরি

  • আপডেট সময় : ১২:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ১৮৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : প্রথমবারের মতো সিরিকে অ্যাপল ব্যবহারকারীরা দেখতে পান ২০১১ সালে। তারপর থেকে সিরিকে দেখা গেছে আইফোন, আইপ্যাড, আইম্যাক, হোমপড, অ্যাপল টিভি এবং অ্যাপল ওয়াচ ডিভাইসে। কিন্তু এবার তা বদলে যাবে। অ্যাপল জানিয়েছে, তৃতীয় পক্ষের ডিভাইসেও মিলবে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট সিরি।
নতুন ঘোষণার মানে হচ্ছে, অ্যাপল তৈরি করেনি এমন তৃতীয় পক্ষের হোমকিট ডিভাইসে আসবে সিরি। এ প্রসঙ্গে অ্যাপল হোমকিটের ইয়াহ ক্যাসন বলেছেন, “আমাদের বিশ্বাস, সিরিকে যখন বাসা জুড়ে পাওয়া যায় তখন এটি সবচেয়ে বেশি শক্তিশালী। এজন্যই আমরা তৃতীয়-পক্ষের ডিভাইসে সিরিকে আনতে বেশি আগ্রহী।”
ক্যাসন আরও বলেন, “প্রথমবারের মতো, হোমকিটের অ্যাকসেসরি নির্মাতারা নিজ ডিভাইসে সিরিকে সচল করে দিতে পারবেন, ফলে আপনি সিরির সঙ্গে আরও অনেক ডিভাইসের মাধ্যমে কথা বলতে পারবেন।” তবে, এভাবে সিরি চালাতেও ব্যবহারকারীর নেটওয়ার্কে হোমপড বা হোমপড মিনি থাকার প্রয়োজন পড়বে। অনেকটা স্বরের রাউটিং এজেন্ট হিসেবে কাজ করবে এটি। উল্লেখ্য, অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্টও নানাবিধ তৃতীয় পক্ষের ডিভাইসে রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তৃতীয় পক্ষের ডিভাইসে এলো সিরি

আপডেট সময় : ১২:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

প্রযুক্তি ডেস্ক : প্রথমবারের মতো সিরিকে অ্যাপল ব্যবহারকারীরা দেখতে পান ২০১১ সালে। তারপর থেকে সিরিকে দেখা গেছে আইফোন, আইপ্যাড, আইম্যাক, হোমপড, অ্যাপল টিভি এবং অ্যাপল ওয়াচ ডিভাইসে। কিন্তু এবার তা বদলে যাবে। অ্যাপল জানিয়েছে, তৃতীয় পক্ষের ডিভাইসেও মিলবে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট সিরি।
নতুন ঘোষণার মানে হচ্ছে, অ্যাপল তৈরি করেনি এমন তৃতীয় পক্ষের হোমকিট ডিভাইসে আসবে সিরি। এ প্রসঙ্গে অ্যাপল হোমকিটের ইয়াহ ক্যাসন বলেছেন, “আমাদের বিশ্বাস, সিরিকে যখন বাসা জুড়ে পাওয়া যায় তখন এটি সবচেয়ে বেশি শক্তিশালী। এজন্যই আমরা তৃতীয়-পক্ষের ডিভাইসে সিরিকে আনতে বেশি আগ্রহী।”
ক্যাসন আরও বলেন, “প্রথমবারের মতো, হোমকিটের অ্যাকসেসরি নির্মাতারা নিজ ডিভাইসে সিরিকে সচল করে দিতে পারবেন, ফলে আপনি সিরির সঙ্গে আরও অনেক ডিভাইসের মাধ্যমে কথা বলতে পারবেন।” তবে, এভাবে সিরি চালাতেও ব্যবহারকারীর নেটওয়ার্কে হোমপড বা হোমপড মিনি থাকার প্রয়োজন পড়বে। অনেকটা স্বরের রাউটিং এজেন্ট হিসেবে কাজ করবে এটি। উল্লেখ্য, অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্টও নানাবিধ তৃতীয় পক্ষের ডিভাইসে রয়েছে।