ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর অপেক্ষা

  • আপডেট সময় : ১২:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় সংবাদদাতা : উত্তরাঞ্চলের চা-শিল্পকে সমৃদ্ধ করতে চলতি বছরের ১৭ অক্টোবর পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী পঞ্চগড়ের ধাক্কামারায় তৃতীয় নিলাম কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। চা-বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অকশন মার্কেট এলাকা চিহ্নিত করে পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। এ কার্যক্রমে এখানে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠন করা হয়েছে। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পরিচালনায় ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকনকে আহ্বায়ক ও পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এদিকে জেলার ধাক্কামারায় তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে চা ওয়্যার হাউজ, ব্রোকার হাউজসহ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করে প্রস্তুতিও নেওয়া হয়েছে। বাংলাদেশ চা-বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের পরামর্শে গড়ে উঠছে ওয়্যার হাউজ, ব্রোকার হাউজ, টি টেস্টিং ল্যাব, বায়ার কমফোর্ট জোন প্রভৃতি। প্রস্তাবিত চা নিলাম কেন্দ্রের অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উদ্যোক্তারা এক বছর ধরে ব্যাপক প্রস্তুতি নিলেও কার্যক্রম শুরু হয়নি। এর আগে নিলাম কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে পঞ্চগড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠন করা হয়। এই অ্যাসোসিশেনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল অভিজ্ঞতা অর্জনের জন্য চট্টগ্রাম ও মৌলভীবাজারে স্থাপিত অকশন মার্কেট তথা নিলাম কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তারা কিভাবে চায়ের নিলাম হয়, টি টেস্টিং, চায়ের গ্রেডিং, ব্রোকার হাউজসহ চা সংশ্লিষ্ট বিষয়ে ধারণা নেন। প্রসঙ্গত, বাংলাদেশে চা উৎপাদনে দ্বিতীয় অঞ্চলে পরিণত হয়েছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। দুই দশকের বেশি সময় চা-শিল্পে বদলে গেছে এ অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা। কিন্তু এখানকার বাগান থেকে উৎপাদিত কাঁচা চা-পাতার ন্যায্য মূল্য না পাওয়া এবং দাম ওঠানামার কারণে শঙ্কিত সংশ্লিষ্টরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর অপেক্ষা

আপডেট সময় : ১২:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড় সংবাদদাতা : উত্তরাঞ্চলের চা-শিল্পকে সমৃদ্ধ করতে চলতি বছরের ১৭ অক্টোবর পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী পঞ্চগড়ের ধাক্কামারায় তৃতীয় নিলাম কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। চা-বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অকশন মার্কেট এলাকা চিহ্নিত করে পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। এ কার্যক্রমে এখানে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠন করা হয়েছে। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পরিচালনায় ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকনকে আহ্বায়ক ও পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এদিকে জেলার ধাক্কামারায় তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে চা ওয়্যার হাউজ, ব্রোকার হাউজসহ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করে প্রস্তুতিও নেওয়া হয়েছে। বাংলাদেশ চা-বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের পরামর্শে গড়ে উঠছে ওয়্যার হাউজ, ব্রোকার হাউজ, টি টেস্টিং ল্যাব, বায়ার কমফোর্ট জোন প্রভৃতি। প্রস্তাবিত চা নিলাম কেন্দ্রের অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উদ্যোক্তারা এক বছর ধরে ব্যাপক প্রস্তুতি নিলেও কার্যক্রম শুরু হয়নি। এর আগে নিলাম কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে পঞ্চগড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠন করা হয়। এই অ্যাসোসিশেনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল অভিজ্ঞতা অর্জনের জন্য চট্টগ্রাম ও মৌলভীবাজারে স্থাপিত অকশন মার্কেট তথা নিলাম কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তারা কিভাবে চায়ের নিলাম হয়, টি টেস্টিং, চায়ের গ্রেডিং, ব্রোকার হাউজসহ চা সংশ্লিষ্ট বিষয়ে ধারণা নেন। প্রসঙ্গত, বাংলাদেশে চা উৎপাদনে দ্বিতীয় অঞ্চলে পরিণত হয়েছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। দুই দশকের বেশি সময় চা-শিল্পে বদলে গেছে এ অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা। কিন্তু এখানকার বাগান থেকে উৎপাদিত কাঁচা চা-পাতার ন্যায্য মূল্য না পাওয়া এবং দাম ওঠানামার কারণে শঙ্কিত সংশ্লিষ্টরা।