ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

তুষির জন্য কাঁদলেন সহপাঠী-শিক্ষকরা

  • আপডেট সময় : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রী পারমিতা সরকার তুষি এবং তার বাবা-মায়ের হত্যায় অভিযুক্ত রাজিব ভৌমিকের মৃত্যুদ-ের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত লোকজন তুষির কথা স্মরণ করে কাঁদলেন। শনিবার রাতে ঘাতকের হাতে বাবা-মাসহ হত্যাকা-ের শিকার হয় তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট থেকে মানববন্ধনটি প্রায় কোয়ার্টার কিলোমিটার দীর্ঘ হয়। মানববন্ধনে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, সব শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদ- চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করে প্রতিবাদ করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন– তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রনজু খাতুন, আনিছুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকন ঘোষ, জয়িতা ঘোষ, মাহি প্রমুখ। প্রসঙ্গত, সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষির (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে স্বজনরা দুই দিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে ঘরের তালা ভেঙে তাদের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতার নিহত বিকাশ সরকারের ভাগনে রাজিব ভৌমিক পুলিশের কাছে তিন জনকে হত্যার কথা স্বীকার করে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুষির জন্য কাঁদলেন সহপাঠী-শিক্ষকরা

আপডেট সময় : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রী পারমিতা সরকার তুষি এবং তার বাবা-মায়ের হত্যায় অভিযুক্ত রাজিব ভৌমিকের মৃত্যুদ-ের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত লোকজন তুষির কথা স্মরণ করে কাঁদলেন। শনিবার রাতে ঘাতকের হাতে বাবা-মাসহ হত্যাকা-ের শিকার হয় তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট থেকে মানববন্ধনটি প্রায় কোয়ার্টার কিলোমিটার দীর্ঘ হয়। মানববন্ধনে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, সব শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদ- চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করে প্রতিবাদ করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন– তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রনজু খাতুন, আনিছুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকন ঘোষ, জয়িতা ঘোষ, মাহি প্রমুখ। প্রসঙ্গত, সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষির (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে স্বজনরা দুই দিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে ঘরের তালা ভেঙে তাদের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতার নিহত বিকাশ সরকারের ভাগনে রাজিব ভৌমিক পুলিশের কাছে তিন জনকে হত্যার কথা স্বীকার করে।