ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

তুরস্কে হাসপাতালে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

  • আপডেট সময় : ০৬:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে দুইজন পাইলট, একজন ডাক্তার এবং একজন চিকিৎসাকর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হন।

মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি হাসপাতালের চতুর্থ তলার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তবে ভবন বা ভূমিতে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনাটি ঘন কুয়াশার সময় ঘটেছিল এবং এর কারণ তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল উপস্থিত ছিল।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তুরস্কে হাসপাতালে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

আপডেট সময় : ০৬:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে দুইজন পাইলট, একজন ডাক্তার এবং একজন চিকিৎসাকর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হন।

মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি হাসপাতালের চতুর্থ তলার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তবে ভবন বা ভূমিতে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনাটি ঘন কুয়াশার সময় ঘটেছিল এবং এর কারণ তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল উপস্থিত ছিল।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।