ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

তুরস্কে হামলায় কুর্দি পরিবারের সাতজনকে হত্যা

  • আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কোনিয়া অঞ্চলে গত শুক্রবার হামলা চালিয়ে একটি কুর্দি পরিবারের সাতজন সদস্যকে হত্যা করেছে অস্ত্রধারীরা। হামলাকারীরা তাদের বাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। মানবাধিকার কর্মীরা এটিকে ‘বর্ণবাদী হামলা’ বলে উল্লেখ করেছে।
গত মে মাসে প্রতিবেশীদের দ্বারা চালানো আরেকটি হামলায় এই দেদেগলু পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন। হামলাকারীরা এই বলে হুমকি দিয়েছিলেন যে, ‘এখানে কুর্দিদের বসবাস করতে দেয়া হবে না।’
এবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন জুলাইয়ের মাঝামাঝি সময়ে অভিযোগ করেছিলেন যে, পুলিশ ও বিচারকরা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তিনি আরো বলেছিলেন যে, তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।
আব্দুর রহমান কারাবুলুত নামের একজন আইনজীবী বলেছেন, ‘এটি একটি বর্ণবাদী হামলা। যে ঘটনা ঘটেছে এর জন্য বিচার বিভাগ ও কর্তৃপক্ষ দায়ী।’
কোনিয়াতে এক মাসের মধ্যে কুর্দিদের উপর এটি দ্বিতীয় হামলা। গত ২১ জুলাই সেখানে একজন কুর্দি কৃষককে হত্যা করা হয়েছিল। হত্যার সময় হামলাকারী চিৎকার করে বলেছিল, ‘আমরা এখানে কুর্দিদের চায় না।’
তবে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এই হত্যার ঘটনা হচ্ছে পশুচারণের অধিকার নিয়ে দ্বন্দ্বের ফল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১০ টাকায় ইলিশ বিতরণ, ঘোষণা দিয়ে বিপাকে এমপি প্রার্থী

তুরস্কে হামলায় কুর্দি পরিবারের সাতজনকে হত্যা

আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কোনিয়া অঞ্চলে গত শুক্রবার হামলা চালিয়ে একটি কুর্দি পরিবারের সাতজন সদস্যকে হত্যা করেছে অস্ত্রধারীরা। হামলাকারীরা তাদের বাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। মানবাধিকার কর্মীরা এটিকে ‘বর্ণবাদী হামলা’ বলে উল্লেখ করেছে।
গত মে মাসে প্রতিবেশীদের দ্বারা চালানো আরেকটি হামলায় এই দেদেগলু পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন। হামলাকারীরা এই বলে হুমকি দিয়েছিলেন যে, ‘এখানে কুর্দিদের বসবাস করতে দেয়া হবে না।’
এবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন জুলাইয়ের মাঝামাঝি সময়ে অভিযোগ করেছিলেন যে, পুলিশ ও বিচারকরা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তিনি আরো বলেছিলেন যে, তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।
আব্দুর রহমান কারাবুলুত নামের একজন আইনজীবী বলেছেন, ‘এটি একটি বর্ণবাদী হামলা। যে ঘটনা ঘটেছে এর জন্য বিচার বিভাগ ও কর্তৃপক্ষ দায়ী।’
কোনিয়াতে এক মাসের মধ্যে কুর্দিদের উপর এটি দ্বিতীয় হামলা। গত ২১ জুলাই সেখানে একজন কুর্দি কৃষককে হত্যা করা হয়েছিল। হত্যার সময় হামলাকারী চিৎকার করে বলেছিল, ‘আমরা এখানে কুর্দিদের চায় না।’
তবে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এই হত্যার ঘটনা হচ্ছে পশুচারণের অধিকার নিয়ে দ্বন্দ্বের ফল।