ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

তুরস্কে ভূমিকম্পে ক্ষতি ১০ হাজার কোটি ডলারের বেশি : এরদোয়ান

  • আপডেট সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ফেব্রুয়ারিতে তুরস্কে আর সিরিয়ায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেবল তার দেশের ক্ষতিই আনুমানিক ১০ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে ধারণা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের। কোনো দেশেরই একলা এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা নেই মন্তব্য করে তিনি পুনর্গঠন কাজে অন্য দেশের সহায়তাও চেয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চাওয়া দাতা সংস্থাগুলোর এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেছেন, তার দেশ আগামী বছরের মধ্যে ৩ লাখ ১৯ হাজার বাড়িঘর পুনর্র্নিমাণের লক্ষ্য ঠিক করেছে। “৫১ হাজারের বেশি লোক মারা গেছে। এক লাখ ৫ হাজারের বেশি আহত। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ ছাড়িয়েছ ১০ হাজার চারশ কোটি ডলার,” সোমবার ব্রাসেলসের সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এমনটাই বলেছেন।
“সংকটের যে মাত্রা, তাতে একক কোনো দেশের পক্ষেই এটা মোকাবেলা করা সম্ভব নয়। এই দুঃসময়ে আমাদের বন্ধুরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, তা আমরা কখনোই ভুলবো না,” বলেছেন তিনি। অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লায়েন বলেছেন, তারা তুরস্কের পুনর্গঠন উদ্যোগে সহায়তা হিসেবে ১০৭ কোটি ডলার দিচ্ছেন, আর ভূমিকম্পে ৬ হাজার নিহত সিরিয়াকে দিচ্ছেন আরও ১১ কোটি ৫০ লাখ ডলার। তুরস্কে ক্ষয়ক্ষতি নিয়ে এরদোয়ানের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির ধারণারও মিল পাওয়া যাচ্ছে। ইউএনডিপি বলেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্র্নিমাণে তুরস্ককে অন্তত ১০ হাজর ৩৬০ কোটি ডলার, বা ২০২৩ এর প্রাক্কলিত জিডিপির ৯ শতাংশ জোগাড় করতে হবে। ভূমিকম্পের পর জাতিসংঘের অন্যান্য সংস্থাও তুরস্ক ও সিরিয়ার জন্য অর্থ সাহায্য চেয়েছে, তাদের আশা ছিল সিরিয়ার জন্য ৩৯ কোটি ৭০ ডলার ও তুরস্কের জন্য আরও ১০০ কোটি ডলার সংগ্রহ করা। তবে ৬ মার্চ পর্যন্ত তারা তুরস্কের জন্য চাহিদার মাত্র ১০ শতাংশের মতো তুলতে পেরেছে বলে জানিয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক আলভারো রদ্রিগেজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তুরস্কে ভূমিকম্পে ক্ষতি ১০ হাজার কোটি ডলারের বেশি : এরদোয়ান

আপডেট সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

বিদেশের খবর ডেস্ক : ফেব্রুয়ারিতে তুরস্কে আর সিরিয়ায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেবল তার দেশের ক্ষতিই আনুমানিক ১০ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে ধারণা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের। কোনো দেশেরই একলা এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা নেই মন্তব্য করে তিনি পুনর্গঠন কাজে অন্য দেশের সহায়তাও চেয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চাওয়া দাতা সংস্থাগুলোর এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেছেন, তার দেশ আগামী বছরের মধ্যে ৩ লাখ ১৯ হাজার বাড়িঘর পুনর্র্নিমাণের লক্ষ্য ঠিক করেছে। “৫১ হাজারের বেশি লোক মারা গেছে। এক লাখ ৫ হাজারের বেশি আহত। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ ছাড়িয়েছ ১০ হাজার চারশ কোটি ডলার,” সোমবার ব্রাসেলসের সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এমনটাই বলেছেন।
“সংকটের যে মাত্রা, তাতে একক কোনো দেশের পক্ষেই এটা মোকাবেলা করা সম্ভব নয়। এই দুঃসময়ে আমাদের বন্ধুরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, তা আমরা কখনোই ভুলবো না,” বলেছেন তিনি। অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লায়েন বলেছেন, তারা তুরস্কের পুনর্গঠন উদ্যোগে সহায়তা হিসেবে ১০৭ কোটি ডলার দিচ্ছেন, আর ভূমিকম্পে ৬ হাজার নিহত সিরিয়াকে দিচ্ছেন আরও ১১ কোটি ৫০ লাখ ডলার। তুরস্কে ক্ষয়ক্ষতি নিয়ে এরদোয়ানের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির ধারণারও মিল পাওয়া যাচ্ছে। ইউএনডিপি বলেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্র্নিমাণে তুরস্ককে অন্তত ১০ হাজর ৩৬০ কোটি ডলার, বা ২০২৩ এর প্রাক্কলিত জিডিপির ৯ শতাংশ জোগাড় করতে হবে। ভূমিকম্পের পর জাতিসংঘের অন্যান্য সংস্থাও তুরস্ক ও সিরিয়ার জন্য অর্থ সাহায্য চেয়েছে, তাদের আশা ছিল সিরিয়ার জন্য ৩৯ কোটি ৭০ ডলার ও তুরস্কের জন্য আরও ১০০ কোটি ডলার সংগ্রহ করা। তবে ৬ মার্চ পর্যন্ত তারা তুরস্কের জন্য চাহিদার মাত্র ১০ শতাংশের মতো তুলতে পেরেছে বলে জানিয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক আলভারো রদ্রিগেজ।