ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

তুরস্কের স্কি হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় ১১ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০২:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ফাইল ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টে আগুন লেগে শিশুসহ ৭৮ জনের মৃত্যুর ঘটনায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় নিহত ৩৪ শিশুর জন্য মোট ৩৪ বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছর জানুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোলু পাহাড়ে অবস্থিত রিসোর্টটিতে ওই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) বোলু প্রদেশের আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন গ্র্যান্ড কারটাল হোটেলের মালিক হালিত এরগুল।

ভবনটিতে সেদিন ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন। ১২ তলা ভবনের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা মাঝরাতে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। আগুনে নিহতদের মধ্যে ৩৪ শিশুও ছিল। স্কুল ছুটির সময় ইস্তাম্বুল ও আঙ্কারার বহু পরিবার বোলু পাহাড়ে স্কি করতে গিয়েছিল। দুর্ঘটনায় আরও ১৩৭ জন আহত হন।

দুর্ঘটনার দায়ে মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা চলছিল। ২০ জন বিচার শুরু হওয়ার আগেই আটক ছিলেন। হোটেলের মালিক ছাড়াও অভিযুক্তদের মধ্যে হোটেল পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপক, কর্মচারী, এক সহকারী মেয়র এবং দমকল বিভাগের কয়েকজন কর্মী ছিলেন।

স্বাধীন বিশেষজ্ঞরা জানান, কারটালকায়া স্কি রিসোর্টে অবস্থিত হোটেলটিতে অগ্নি নিরাপত্তার মৌলিক ব্যবস্থা পর্যন্ত ছিল না।

এসি/আপ্র/০১/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

তুরস্কের স্কি হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় ১১ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টে আগুন লেগে শিশুসহ ৭৮ জনের মৃত্যুর ঘটনায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় নিহত ৩৪ শিশুর জন্য মোট ৩৪ বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছর জানুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোলু পাহাড়ে অবস্থিত রিসোর্টটিতে ওই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) বোলু প্রদেশের আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন গ্র্যান্ড কারটাল হোটেলের মালিক হালিত এরগুল।

ভবনটিতে সেদিন ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন। ১২ তলা ভবনের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা মাঝরাতে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। আগুনে নিহতদের মধ্যে ৩৪ শিশুও ছিল। স্কুল ছুটির সময় ইস্তাম্বুল ও আঙ্কারার বহু পরিবার বোলু পাহাড়ে স্কি করতে গিয়েছিল। দুর্ঘটনায় আরও ১৩৭ জন আহত হন।

দুর্ঘটনার দায়ে মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা চলছিল। ২০ জন বিচার শুরু হওয়ার আগেই আটক ছিলেন। হোটেলের মালিক ছাড়াও অভিযুক্তদের মধ্যে হোটেল পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপক, কর্মচারী, এক সহকারী মেয়র এবং দমকল বিভাগের কয়েকজন কর্মী ছিলেন।

স্বাধীন বিশেষজ্ঞরা জানান, কারটালকায়া স্কি রিসোর্টে অবস্থিত হোটেলটিতে অগ্নি নিরাপত্তার মৌলিক ব্যবস্থা পর্যন্ত ছিল না।

এসি/আপ্র/০১/১১/২০২৫