বিদেশের ডেস্ক : তুরস্কের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গ্রিস তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ৩০০-এর ক্ষেপণাস্ত্র তাক করেছিল। গত ২৩ আগস্ট এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের আন্তর্জাতিক আকাশসীমায় তুর্কি বিমান নজরদারি অভিযান পরিচালনার সময় এথেন্স এ ব্যবস্থা নেয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন- তুর্ক এ তথ্য জানিয়েছে। তবে গ্রিস ক্ষেপণাস্ত্র তাক করলেও তুরস্কের বিমান তাদের মিশন শেষ করে নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়।
তুর্কি বিমানের এই নজরদারি মিশনকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো শত্রুতামূলক তৎপরতা বলে অভিহিত করেছে। ন্যাটো বলছে, এই ধরনের কাজ জোটের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তুরস্ক এবং গ্রিস দুই দেশই ন্যাটোর সদস্য। গ্রিসের ক্ষেপণাস্ত্র তাক করার ঘটনা বুঝতে পেরে দ্রুত নিচে নেমে আসে এবং পশ্চিম দিকে রোড আইল্যান্ডে চলে যায়। ওই এলাকায় তুর্কি বিমানের টহল মিশনকে গ্রিস উসকানি বলে মন্তব্য করেছে।
তুরস্কের যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তাক গ্রিসের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ