ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

তুরস্কের উদ্বেগ বুঝি, তবে সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়: ইরান

  • আপডেট সময় : ১২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তুরস্কের উদ্বেগ বুঝতে পারি, কিন্তু এরপরও কোনো যুক্তিতেই সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরান সরকার সিরিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান গতকাল শনিবার সিরিয়ায় পৌঁছে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, কূটনৈতিক উপায়ে এবং আলোচনার মাধ্যমে সিরিয়া ও তুরস্কের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন আগে তুরস্ক সফর করেছেন। সেখানে তিনি সিরিয়াসহ বিভিন্ন বিষয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আজ সিরিয়ার দামেস্ক বিমান বন্দরে তিনি বলেন, সিরিয়ায় আজকের ইসরাইলি হামলারও নিন্দা জানাচ্ছি। ইহুদিবাদীরা সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি জনগণের সমস্যা বৃদ্ধি করতে উঠেপড়ে লেগেছে। এছাড়া দেশটির ওপর নিষেধাজ্ঞার খড়গতো রয়েছেই। আব্দুল্লাহিয়ান আরও বলেন, সিরিয়ার মানুষ এখন তাদের শহর ও বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। ইসরাইল এখন এ ধরণের নানা পদক্ষেপের মাধ্যমে সিরিয়াকে অনিরাপদ হিসেবে তুলে ধরতে চাইছে। দামেস্ক বিমান বন্দরে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।#

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তুরস্কের উদ্বেগ বুঝি, তবে সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়: ইরান

আপডেট সময় : ১২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তুরস্কের উদ্বেগ বুঝতে পারি, কিন্তু এরপরও কোনো যুক্তিতেই সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরান সরকার সিরিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান গতকাল শনিবার সিরিয়ায় পৌঁছে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, কূটনৈতিক উপায়ে এবং আলোচনার মাধ্যমে সিরিয়া ও তুরস্কের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন আগে তুরস্ক সফর করেছেন। সেখানে তিনি সিরিয়াসহ বিভিন্ন বিষয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আজ সিরিয়ার দামেস্ক বিমান বন্দরে তিনি বলেন, সিরিয়ায় আজকের ইসরাইলি হামলারও নিন্দা জানাচ্ছি। ইহুদিবাদীরা সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি জনগণের সমস্যা বৃদ্ধি করতে উঠেপড়ে লেগেছে। এছাড়া দেশটির ওপর নিষেধাজ্ঞার খড়গতো রয়েছেই। আব্দুল্লাহিয়ান আরও বলেন, সিরিয়ার মানুষ এখন তাদের শহর ও বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। ইসরাইল এখন এ ধরণের নানা পদক্ষেপের মাধ্যমে সিরিয়াকে অনিরাপদ হিসেবে তুলে ধরতে চাইছে। দামেস্ক বিমান বন্দরে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।#