ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তুমি মানে

  • আপডেট সময় : ০৯:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

সফিউল্লাহ আনসারী : তুমি মানে অন্য আলোয় উদ্ভাসিত হাসি
তুমি মানে আপন মানুষ স্বপ্ন রাশি রাশি।

তুমি মানে ভোর বিহানে ফুলের সুবাস ঘ্রাণ,
তুমি মানে ভোরের শিশির মিষ্টি অভিমান!

তুমি মানে ছন্দে মাতাল মন ভাবনায় সুখ
তুমি মানে নতুন দিনের শেষ ভরসার মুখ।

তুমি মানে বাঁচার কথা নির্ভয়ে যায় বলা,
তুমি মানে আবেগ জলের ঢেউ তুলে যায় চলা।

তুমি মানে খুনসুটি রোজ, আবার উছল হাসি,
তুমি মানে মান অভিমান বসত পাশাপাশি।

তুমি মানে খুব বিরহে অথৈ নীরবতা,
তুমি মানে পংক্তিমালার দিলখোলা সব কথা!

তুমি মানে দুখের পরে সুখ ছোঁয়া হাতছানি,
তুমি মানে সুখের অসুখ নয়ন কোনে পানি।

তুমি মানে তারার ভীড়ে নীল জোনাকির আলো,
তুমি মানে প্রাণ ভোমরা যায় বাসা খুব ভালো।

তুমি মানে নির্ভরতা লাজুক অধর লাল,
তুমি মানে ভাবনা মধুর বন্ধু চিরকাল।

তুমি মানে ঘোরের মাঝে সপ্ত শতক সুর,
তুমি মানে নীরব রাতের আঁধার সুমধুর।

তুমি মানে অন্য রকম স্পর্শ মাখা চাঁদর,
তুমি মানে খুব নিরালায় জোছনা ভেজা আদর!

তুমি মানে ভুবন জুড়ে হৃদয় পোষা পাখি,
তুমি মানে বিষাদ ছোঁয়া মনের মাখামাখি।

তুমি মানে শুধুই তুমি, আর কিছু নেই আপন,
তুমি মানে আমার মতোই অবুঝ মনের কাঁপন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তুমি মানে

আপডেট সময় : ০৯:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

সফিউল্লাহ আনসারী : তুমি মানে অন্য আলোয় উদ্ভাসিত হাসি
তুমি মানে আপন মানুষ স্বপ্ন রাশি রাশি।

তুমি মানে ভোর বিহানে ফুলের সুবাস ঘ্রাণ,
তুমি মানে ভোরের শিশির মিষ্টি অভিমান!

তুমি মানে ছন্দে মাতাল মন ভাবনায় সুখ
তুমি মানে নতুন দিনের শেষ ভরসার মুখ।

তুমি মানে বাঁচার কথা নির্ভয়ে যায় বলা,
তুমি মানে আবেগ জলের ঢেউ তুলে যায় চলা।

তুমি মানে খুনসুটি রোজ, আবার উছল হাসি,
তুমি মানে মান অভিমান বসত পাশাপাশি।

তুমি মানে খুব বিরহে অথৈ নীরবতা,
তুমি মানে পংক্তিমালার দিলখোলা সব কথা!

তুমি মানে দুখের পরে সুখ ছোঁয়া হাতছানি,
তুমি মানে সুখের অসুখ নয়ন কোনে পানি।

তুমি মানে তারার ভীড়ে নীল জোনাকির আলো,
তুমি মানে প্রাণ ভোমরা যায় বাসা খুব ভালো।

তুমি মানে নির্ভরতা লাজুক অধর লাল,
তুমি মানে ভাবনা মধুর বন্ধু চিরকাল।

তুমি মানে ঘোরের মাঝে সপ্ত শতক সুর,
তুমি মানে নীরব রাতের আঁধার সুমধুর।

তুমি মানে অন্য রকম স্পর্শ মাখা চাঁদর,
তুমি মানে খুব নিরালায় জোছনা ভেজা আদর!

তুমি মানে ভুবন জুড়ে হৃদয় পোষা পাখি,
তুমি মানে বিষাদ ছোঁয়া মনের মাখামাখি।

তুমি মানে শুধুই তুমি, আর কিছু নেই আপন,
তুমি মানে আমার মতোই অবুঝ মনের কাঁপন।