এমদাদ শুভ্র
আজান হলেও নেই তো নামাজ
নেই গো হিসেব তার,
আজান ছাড়াই জমবে নামাজ
লাগবে না তোমার।
ইমাম সেদিন তোমার পিছে
পড়বে নামাজ, নয় গো মিছে
সিজদা রুকু আসন রেখে
করবে নামাজ শেষ,
ওই ইমামের সামনে থেকেও
তুমি নিরুদ্দেশ!
মূল উপহার ‘আজান, নামাজ’
এক জীবনের সব
কাজ সরিয়ে পড়লে নামাজ
তৃপ্ত হবেন রব
আল্লাহু আকবার ধ্বনিতে
শৌর্য-বীর্য ঘাম শোণিতে
ইবাদাতের চিহ্ন এঁকে
হৃদয় করো পেশ
ওই ইমামের সামনে থেকেও
তুমি নিরুদ্দেশ!
পরচর্চা নিষ্প্রয়োজন
নিজের হিসেব হোক
রবের সাথে চাও আলাপন
অশ্রুসিক্ত চোখ
দরদ দিয়ে নেবেন ডেকে
চাও সে পরিবেশ
ওই ইমামের সামনে থেকেও
তুমি নিরুদ্দেশ!
কেএমএএ/আপ্র/২৬/০৯/২০২৫