বগুড়া সংবাদদাতা : বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই ও তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকার (৪৩) গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল রবিবার রাতে তাকে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। গতকাল সোমবার ডিবির ওসি মোস্তাফিজ হাসান জানান, গত সেপ্টেম্বরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও এজাহার সূত্র জানায়, সোহাগ সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার ও শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি হত্যা, আগের একটি হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে। রবিবার রাতে নিজ বাড়ি থেকে গত ১৪ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।