ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

তুতেনখামেনের শতবর্ষ পর মিশরে মিলল আরেক ফারাও’র সমাধি

  • আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের শতবর্ষ পেরিয়ে যাওয়ার পর তারই এক পূর্বসূরীর সমাধি পেল মিশরবিদরা। রাজা দ্বিতীয় তুতমোসের এই সমাধির মাধ্যমে অষ্টাদশ মিশরীয় রাজবংশের সব রাজকীয় সমাধির খোঁজ মিলল, জানিয়েছে বিবিসি। ব্রিটিশ-মিশরীয় একটি দল লুকসোর শহরের কাছে থিবসের সমাধিক্ষেত্রের পশ্চিম উপত্যকায় এই সমাধিটি আবিষ্কার করে। গবেষকদের ধারণা ছিল, অষ্টাদশ রাজবংশের সব ফারাওর সমাধি কক্ষগুলো আরও দুই কিলোমিটার দূরে, রাজাদের উপত্যকার কাছে থাকবে। কিন্তু তুতমোসের সমাধি পাওয়া যায় রাজকীয় নারীদের সমাধিক্ষেত্র সংশ্লিষ্ট একটি এলাকায়। গবেষক দলের সদস্যরা যখন ওই সমাধি কক্ষে ঢোকেন, তারা সেটি সাজানো গোছানো অবস্থায় পান, যা ফারাওদের সমাধির চিহ্ন।

গবেষকরা আরও দুইশ বছর আগেই দ্বিতীয় তুতমোসের মমি করা দেহাবশেষ পেয়েছিলেন, কিন্তু তার প্রকৃত সমাধিক্ষেত্র এতদিন অজানাই ছিল। এবার এই সমাধি আবিষ্কারের মাধ্যমে অষ্টাদশ রাজবংশের শুরুর দিককার ফারাওদের কোথায় কবর দেওয়া হতো, সেই রহস্যের সমাধান হলো। তুতেনখামেনের পূর্বসূরী দ্বিতীয় তুতমোস খ্রিস্টপূর্বাব্দ ১৪৯৩ থেকে ১৪৭৯ পর্যন্ত শাসন করেছেন বলে ধারণা করা হয়। ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন। সাড়ে তিন হাজার বছর আগে শাসন করা দ্বিতীয় তুতমোস ছিলেন রানি হাতসেপসুতের স্বামী। ফারাওদের মধ্যে নারী ছিল হাতেগোণা, তাদের একজন হাতসেপসুত ছিলেন তার সময়ে মারাত্মক প্রভাবশালী। গবেষকরা এবার যে সমাধিটি পেয়েছেন সেটি দ্বিতীয় তুতমোসের আদি সমাধি। এটি একটি জলপ্রপাতের নিচে ছিল। সমাধিস্থ করার কয়েক বছর পর সমাধিকক্ষ পানিতে ভরে উঠতে থাকায় তার দেহাবশেষ পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তুতেনখামেনের শতবর্ষ পর মিশরে মিলল আরেক ফারাও’র সমাধি

আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের শতবর্ষ পেরিয়ে যাওয়ার পর তারই এক পূর্বসূরীর সমাধি পেল মিশরবিদরা। রাজা দ্বিতীয় তুতমোসের এই সমাধির মাধ্যমে অষ্টাদশ মিশরীয় রাজবংশের সব রাজকীয় সমাধির খোঁজ মিলল, জানিয়েছে বিবিসি। ব্রিটিশ-মিশরীয় একটি দল লুকসোর শহরের কাছে থিবসের সমাধিক্ষেত্রের পশ্চিম উপত্যকায় এই সমাধিটি আবিষ্কার করে। গবেষকদের ধারণা ছিল, অষ্টাদশ রাজবংশের সব ফারাওর সমাধি কক্ষগুলো আরও দুই কিলোমিটার দূরে, রাজাদের উপত্যকার কাছে থাকবে। কিন্তু তুতমোসের সমাধি পাওয়া যায় রাজকীয় নারীদের সমাধিক্ষেত্র সংশ্লিষ্ট একটি এলাকায়। গবেষক দলের সদস্যরা যখন ওই সমাধি কক্ষে ঢোকেন, তারা সেটি সাজানো গোছানো অবস্থায় পান, যা ফারাওদের সমাধির চিহ্ন।

গবেষকরা আরও দুইশ বছর আগেই দ্বিতীয় তুতমোসের মমি করা দেহাবশেষ পেয়েছিলেন, কিন্তু তার প্রকৃত সমাধিক্ষেত্র এতদিন অজানাই ছিল। এবার এই সমাধি আবিষ্কারের মাধ্যমে অষ্টাদশ রাজবংশের শুরুর দিককার ফারাওদের কোথায় কবর দেওয়া হতো, সেই রহস্যের সমাধান হলো। তুতেনখামেনের পূর্বসূরী দ্বিতীয় তুতমোস খ্রিস্টপূর্বাব্দ ১৪৯৩ থেকে ১৪৭৯ পর্যন্ত শাসন করেছেন বলে ধারণা করা হয়। ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন। সাড়ে তিন হাজার বছর আগে শাসন করা দ্বিতীয় তুতমোস ছিলেন রানি হাতসেপসুতের স্বামী। ফারাওদের মধ্যে নারী ছিল হাতেগোণা, তাদের একজন হাতসেপসুত ছিলেন তার সময়ে মারাত্মক প্রভাবশালী। গবেষকরা এবার যে সমাধিটি পেয়েছেন সেটি দ্বিতীয় তুতমোসের আদি সমাধি। এটি একটি জলপ্রপাতের নিচে ছিল। সমাধিস্থ করার কয়েক বছর পর সমাধিকক্ষ পানিতে ভরে উঠতে থাকায় তার দেহাবশেষ পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।