ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

তীব্র যানজটে সাইকেল চালিয়ে মাঠে যান ক্রিকেটাররা

  • আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: লন্ডনের তীব্র যানজটের কারণে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার- হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ও ম্যাথিউ পটস, দলীয় বাসে আটকে পড়ে সময়মতো মাঠে পৌঁছাতে না পেরে সাইকেলে চেপে দ্য ওভাল স্টেডিয়ামে পৌঁছান।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের বাসে আটকে থাকায় নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে ব্যর্থ হয়। এ কারণে ম্যাচের টস ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

ইংল্যান্ডের ক্রিকেটারদের সাইকেল চালিয়ে মাঠে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ মজা করে বলেন, ‘আমাদের হেঁটে যাওয়া উচিত ছিল।’

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানান, তারা বাসে বসে কার্ড খেলছিলেন এবং সময়মতো পৌঁছাতে না পেরে সাইকেল নিয়ে মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডিএলএস মেথডে ৭ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশও করল তারা।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তীব্র যানজটে সাইকেল চালিয়ে মাঠে যান ক্রিকেটাররা

আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ক্রীড়া ডেস্ক: লন্ডনের তীব্র যানজটের কারণে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার- হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ও ম্যাথিউ পটস, দলীয় বাসে আটকে পড়ে সময়মতো মাঠে পৌঁছাতে না পেরে সাইকেলে চেপে দ্য ওভাল স্টেডিয়ামে পৌঁছান।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের বাসে আটকে থাকায় নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে ব্যর্থ হয়। এ কারণে ম্যাচের টস ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

ইংল্যান্ডের ক্রিকেটারদের সাইকেল চালিয়ে মাঠে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ মজা করে বলেন, ‘আমাদের হেঁটে যাওয়া উচিত ছিল।’

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানান, তারা বাসে বসে কার্ড খেলছিলেন এবং সময়মতো পৌঁছাতে না পেরে সাইকেল নিয়ে মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডিএলএস মেথডে ৭ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশও করল তারা।

আজকের প্রত্যাশা/কেএমএএ