ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

  • আপডেট সময় : ০১:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকেই রাজধানীর কোথাও আকাশ মেঘলা, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কোথাও রোদ-মেঘের খেলা চলছিল। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া চারটা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। গত কয়েকদিনের প্রচ- তাপদাহের পর এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো রাজধানীবাসীর জন্য। সন্ধ্যা পর্যন্ত ঢাকার কোথাও কোথাও মাঝারি ধরনের এই বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল দমকা হাওয়া।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকার আবহাওয়া এমনই ছিল।বৃষ্টি সঙ্গে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া। তিনি বলেন, ভারী বৃষ্টি না হলে তাপমাত্রা খুব একটা কমবে না। ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের দিকে ঝড়বৃষ্টি হচ্ছে। সাময়িক তাপমাত্রা কমলেও আবার তা বাড়বে বলে তিনি জানান।
আবহাওয়া অধিদফতর জানায়, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মাইজদি কোর্ট, ফেনী , পাবনা ও সিরাজগঞ্জসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল যশোরেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ। ঢাকায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে আজ ৩৪, চট্টগ্রামে ৩৪ দশমিক ৩, সিলেটে আজ ২৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৮, খুলনায় ৩৮ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

আপডেট সময় : ০১:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকেই রাজধানীর কোথাও আকাশ মেঘলা, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কোথাও রোদ-মেঘের খেলা চলছিল। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া চারটা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। গত কয়েকদিনের প্রচ- তাপদাহের পর এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো রাজধানীবাসীর জন্য। সন্ধ্যা পর্যন্ত ঢাকার কোথাও কোথাও মাঝারি ধরনের এই বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল দমকা হাওয়া।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকার আবহাওয়া এমনই ছিল।বৃষ্টি সঙ্গে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া। তিনি বলেন, ভারী বৃষ্টি না হলে তাপমাত্রা খুব একটা কমবে না। ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের দিকে ঝড়বৃষ্টি হচ্ছে। সাময়িক তাপমাত্রা কমলেও আবার তা বাড়বে বলে তিনি জানান।
আবহাওয়া অধিদফতর জানায়, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মাইজদি কোর্ট, ফেনী , পাবনা ও সিরাজগঞ্জসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল যশোরেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ। ঢাকায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে আজ ৩৪, চট্টগ্রামে ৩৪ দশমিক ৩, সিলেটে আজ ২৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৮, খুলনায় ৩৮ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।