দেশের খবর ডেস্ক : তীব্র গরমে বিদ্যূতহীন অবস্থায় ক্লাস চলাকালীন সময়ে গতকাল সোমবার বাগেরহাট, নড়াইল ও পটুয়াখালীর তিনটি বিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। পরে শিক্ষক ও অভিভাবকরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল শিক্ষার্থী
বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে তীব্র গরমে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সায়লা আক্তার সাথী মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। জ্ঞান ফিরলে কথা হয় সায়লা আক্তার সাথীর সঙ্গে। তখন সে বলে, কয়েকদিন স্কুল বন্ধ থাকার পর স্কুলে আসছি। আসার সময় রাস্তায় অনেক রোদ ছিল। আমাদের শ্রেণিকক্ষে টিনশেড থাকায় ক্লাস চলাকালীন সময়েও প্রচুর গরম লাগছিল। গরমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাই। এরপর আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান মিত্রা বলেন, আমাদের স্কুলে ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে আজকে উপস্থিত ছিল মাত্র ৪৮ জন। তীব্র গরমে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। এরমধ্যে আজ দুপুরে একজন শিক্ষার্থী তীব্র গরমে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন তার অবস্থা কিছুটা ভালো।
১২ শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয় ছুটি ঘোষণা
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়ায় স্কুল খোলার দ্বিতীয় দিনে তীব্র তাপপ্রবাহের কারণে একটি বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচ- গরমে সকাল সাড়ে ১০টা থেকেই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থবোধ করছিল। বেলা ১১টা পর্যন্ত ১২ জন অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা অশোক ঘোষ বলেন, এক সপ্তাহ বন্ধের পর বিদ্যালয় খুলেছে। তবে গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তিনি স্কুল-কলেজে মর্নিং শিফট চালুর দাবি জানান। ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় ওই বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্লাস চলাকালে দুই শিক্ষার্থী অসুস্থ
পটুয়াখালী সংবাদদাতা জানান,পটুয়াখালীর কুয়াকাটায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়েছে। এসময় ক্লাসরুমে বিদ্যুৎ ছিল না বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের ক্লাসরুমের বাইরে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্কুল সূত্রে জানা যায়, রোববার (২৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান চালুর ঘোষণা এলে স্কুলে আসে শিক্ষার্থীরা। গতকাল সোমবার ক্লাস চলাকালীন বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকায় কারিমা ও ইমান ইসা নামের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ক্লাসরুমের বাইরে নিয়ে এসে পানি পান করানো ও বাতাসের ব্যবস্থা করা হয়। পরে সুস্থ হলে শিক্ষকরা তাদের বাড়িতে পাঠিয়ে দেন। এসময় অন্য শিক্ষার্থীদের খোলা জায়গায় রাখা হয়। ওইসময় ক্লাস নিচ্ছিলেন মাওলানা মঈনুল ইসলাম মান্নান। তিনি বলেন, ‘সকাল থেকেই বিদ্যুৎ নেই। এরমধ্যে ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ ওরা দুজন ডাক দিয়ে শরীর খারাপের কথা বললে আমি ক্লাস বন্ধ করে দিই। এরমধ্যে ওরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের বাইরে নিয়ে আসি।’ কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে বিদ্যুৎ এসেছে। গরমে অনেক শিক্ষার্থী মাথাব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
তীব্র গরমে বিভিন্ন স্থানে অসুস্থ-অজ্ঞান শিক্ষার্থী
জনপ্রিয় সংবাদ