ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

তিন রেকর্ডে ১৪ বছর বয়সী সূর্যবংশীর আইপিএল শুরু

  • আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে, বৈভব সূর্যবংশীর জন্ম এর প্রায় তিন বছর পর-২০১১ সালের মার্চে। আইপিএল-জমানায় পৃথিবীতে আসা সূর্যবংশীর অভিষেক হয়েছে শনিবার (১৯ এপ্রিল)। ১৪ বছর বয়সী বিহারের এই ব্যাটসম্যান আইপিএলে নেমেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

রেকর্ড গড়ার জন্য সূর্যবংশীর বয়সটাই যথেষ্ট ছিল। তবে বাঁহাতি এ ব্যাটসম্যান একটি নয়, মোট তিনটি রেকর্ড গড়েছেন এদিন। জয়পুরের মানসিং স্টেডিয়ামের ম্যাচটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৮০ রান তাড়া করতে নেমে সূর্যবংশীর রাজস্থান আটকে গেছে ১৭৮ রানে। ২ রানে দল হেরে গেলেও সূর্যবংশী নাম লিখিয়েছেন ইতিবাচক সব রেকর্ডে।

রেকর্ড নম্বর ১-প্রথম রেকর্ডটি বয়সেরই। আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেকের রেকর্ড এখন সূর্যবংশীর। পেছনে ফেলেছেন ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নামা প্রয়াস রয় বর্মণকে।

রেকর্ড নম্বর ২-সূর্যবংশী অভিষেকে প্রথম বোলার হিসেবে পেয়েছেন শার্দুল ঠাকুরকে। ভারতের হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসারের মুখোমুখি হয়ে প্রথম বলকেই কাভারের ওপর দিয়ে ছয় মারেন সূর্যবংশী।

আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডও এখন তাঁরই। এত দিন রেকর্ডটা ছিল রিয়ান পরাগের, যিনি প্রথম ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিন বয়সে। আবার সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর। যেটা ছয় বছর ধরে ছিল প্রয়াসের নামে।

রেকর্ড নম্বর ৩-আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা-এটিও রেকর্ড। তবে এ রেকর্ডে সূর্যবংশীই প্রথম নন। এর আগে অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, ভারতের অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভী এবং শ্রীলঙ্কার মহীশ তিকশানাও একই কীর্তি গড়েছিলেন।

২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান-ইনিংসটা অনেক লম্বা হয়নি। তবে শুরুতেই একাধিক রেকর্ডে নাম লিখিয়ে দৃষ্টি নিজের দিকে টেনে নিয়েছেন সূর্যবংশী।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন রেকর্ডে ১৪ বছর বয়সী সূর্যবংশীর আইপিএল শুরু

আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে, বৈভব সূর্যবংশীর জন্ম এর প্রায় তিন বছর পর-২০১১ সালের মার্চে। আইপিএল-জমানায় পৃথিবীতে আসা সূর্যবংশীর অভিষেক হয়েছে শনিবার (১৯ এপ্রিল)। ১৪ বছর বয়সী বিহারের এই ব্যাটসম্যান আইপিএলে নেমেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

রেকর্ড গড়ার জন্য সূর্যবংশীর বয়সটাই যথেষ্ট ছিল। তবে বাঁহাতি এ ব্যাটসম্যান একটি নয়, মোট তিনটি রেকর্ড গড়েছেন এদিন। জয়পুরের মানসিং স্টেডিয়ামের ম্যাচটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৮০ রান তাড়া করতে নেমে সূর্যবংশীর রাজস্থান আটকে গেছে ১৭৮ রানে। ২ রানে দল হেরে গেলেও সূর্যবংশী নাম লিখিয়েছেন ইতিবাচক সব রেকর্ডে।

রেকর্ড নম্বর ১-প্রথম রেকর্ডটি বয়সেরই। আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেকের রেকর্ড এখন সূর্যবংশীর। পেছনে ফেলেছেন ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নামা প্রয়াস রয় বর্মণকে।

রেকর্ড নম্বর ২-সূর্যবংশী অভিষেকে প্রথম বোলার হিসেবে পেয়েছেন শার্দুল ঠাকুরকে। ভারতের হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসারের মুখোমুখি হয়ে প্রথম বলকেই কাভারের ওপর দিয়ে ছয় মারেন সূর্যবংশী।

আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডও এখন তাঁরই। এত দিন রেকর্ডটা ছিল রিয়ান পরাগের, যিনি প্রথম ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিন বয়সে। আবার সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর। যেটা ছয় বছর ধরে ছিল প্রয়াসের নামে।

রেকর্ড নম্বর ৩-আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা-এটিও রেকর্ড। তবে এ রেকর্ডে সূর্যবংশীই প্রথম নন। এর আগে অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, ভারতের অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভী এবং শ্রীলঙ্কার মহীশ তিকশানাও একই কীর্তি গড়েছিলেন।

২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান-ইনিংসটা অনেক লম্বা হয়নি। তবে শুরুতেই একাধিক রেকর্ডে নাম লিখিয়ে দৃষ্টি নিজের দিকে টেনে নিয়েছেন সূর্যবংশী।