ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

তিন বছর পর মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে

  • আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যখাতেও কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

সোমবার (৭ জুলাই) জুনের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস জানায়, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছর গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তবে দীর্ঘদিন পর ৮ শতাংশের ঘরে মূল্যস্ফীতি দেখলো ভোক্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

তিন বছর পর মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে

আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যখাতেও কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

সোমবার (৭ জুলাই) জুনের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস জানায়, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছর গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তবে দীর্ঘদিন পর ৮ শতাংশের ঘরে মূল্যস্ফীতি দেখলো ভোক্তা।