ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

তিন বছর আগের যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল,অভিযুক্ত মাওলানা আটক

  • আপডেট সময় : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: সিলেটে শিশুকে যৌন নিপীড়নের তিন বছর আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাওলানা মো. শরিফ উদ্দিন শরিফকে (৩০) আটক করেছে পুলিশ। তার বাড়ি কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। বুধবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি পলাতক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটিকে যে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে, সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মাওলানা শরিফ উদ্দিন সে সময় মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন।

তিনি আরো বলেন, ভিডিওটি ভাইরাল পর বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে কানাইঘাট ও বালাগাঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাজপুর থেকে আটক করা হয়েছে।

এসি/আপ্র/১৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তিন বছর আগের যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল,অভিযুক্ত মাওলানা আটক

আপডেট সময় : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সিলেট সংবাদদাতা: সিলেটে শিশুকে যৌন নিপীড়নের তিন বছর আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাওলানা মো. শরিফ উদ্দিন শরিফকে (৩০) আটক করেছে পুলিশ। তার বাড়ি কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। বুধবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি পলাতক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটিকে যে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে, সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মাওলানা শরিফ উদ্দিন সে সময় মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন।

তিনি আরো বলেন, ভিডিওটি ভাইরাল পর বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে কানাইঘাট ও বালাগাঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাজপুর থেকে আটক করা হয়েছে।

এসি/আপ্র/১৮/০৯/২০২৫