বিনোদন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘দ্য ব্যাটম্যান’। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ৪ মার্চ। মুক্তির মাত্র তিন দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটির নির্মাণ ব্যয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। ৭৪টি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির সংগ্রহ ১২০ মিলিয়ন মার্কিন ডলার। শুধু উত্তর আমেরিকায় সিনেমাটির সংগ্রহ ১২৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। করোনা মহামারীর পরে এটাই ওয়ার্নার ব্রাদার্সের সেরা আন্তর্জাতিক ওপেনিং।
‘দ্য ব্যাটম্যান’ ছবিটি মুক্তি পেয়েছে ৩০ হাজারেরও বেশি পর্দায়। ছবিটি চীনে মুক্তি পাবে ১৮ মার্চ এবং জাপানে মুক্তি পাবে ১১ মার্চ। ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দ্য ব্যাটম্যান’। ম্যাট রিভসের এই ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে। আগের ব্যাটম্যানদের থেকে অনেকটাই আলাদা এবারের ব্যাটম্যান। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’র মতো ভালো হবে তো? নাকি তা পেরিয়ে যাওয়া সম্ভব নয় ইত্যাদি। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে। এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন।
তিন দিনে ‘ব্যাটম্যান’ এর আয় ২৪৮.৫ মিলিয়ন ডলার!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ