নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ। গতকাল সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সুলতান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে সুলতানকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ব্রুনাই দারুস সালামের সুলতান ও ইয়াং দি পারতুয়ান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দীন ওয়াদ্দৌলাহ গত ১৫ অক্টোবর ঢাকা পৌঁছেন। এটি ছিল ব্রুনাই দারুস সালামের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর। বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে সুলতান বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি সুলতানের সম্মানে একটি ভোজের আয়োজন করেন। ব্রুনাইয়ের সুলতান এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেন। তিনি বাংলাদেশের একাত্তরের শহিদ মুক্তিযুদ্ধের বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
সফরে বিমান পরিষেবা চুক্তি, বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান/নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক, প্রশিক্ষণের মান সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের বিধানের অধীনে ইস্যুকৃত প্রশংসাপত্র স্বীকৃতির বিষয়ে এমওইউ, ১৯৭৮ সালে সংশোধিত সমুদ্রগামীদের জন্য সনদপত্র ও নজরদারি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সুলতান ও ব্রুনাইয়ের ইয়াং দি পারতুয়ান এবং বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ