ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

তিন দিনের অন্তর্র্বতী জামিন পেলেন ইমরান

  • আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের অন্তর্র্বতী জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন। খবর জিও নিউজের। এর আগে গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ইমরান খান। তাঁর পক্ষে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান জামিনের আবেদন করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে গত রোববার রাতে মামলাটি করা হয়। গত শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এই হুমকি দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ জানায়, মামলার পর ইমরান খানকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তরের লিখিত অনুমোদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে সূত্রগুলো বলছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিকদের সবার মতামতের ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার, আসাদ উমর, মুরাদ সাঈদ, ওমর আইয়ুব পারভেজ খাট্টাকসহ হাজারো নেতা-কর্মী ইমরান খানের বানিগালার বাসভবনে পৌঁছেছেন। ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। অন্যদিকে ইমরান খান বর্তমানে কোথায় আছেন, এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের বানিগালা বাসভবন ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে পিটিআই নেতা ফয়সাল ভাওদা বলেন, ইমরান খান এখনো বানিগালা বাসভবনেই অবস্থান করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

তিন দিনের অন্তর্র্বতী জামিন পেলেন ইমরান

আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের অন্তর্র্বতী জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন। খবর জিও নিউজের। এর আগে গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ইমরান খান। তাঁর পক্ষে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান জামিনের আবেদন করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে গত রোববার রাতে মামলাটি করা হয়। গত শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এই হুমকি দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ জানায়, মামলার পর ইমরান খানকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তরের লিখিত অনুমোদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে সূত্রগুলো বলছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিকদের সবার মতামতের ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার, আসাদ উমর, মুরাদ সাঈদ, ওমর আইয়ুব পারভেজ খাট্টাকসহ হাজারো নেতা-কর্মী ইমরান খানের বানিগালার বাসভবনে পৌঁছেছেন। ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। অন্যদিকে ইমরান খান বর্তমানে কোথায় আছেন, এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের বানিগালা বাসভবন ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে পিটিআই নেতা ফয়সাল ভাওদা বলেন, ইমরান খান এখনো বানিগালা বাসভবনেই অবস্থান করছেন।