খুলনা সংবাদদাতা: অবরোধের সমর্থনে খুলনায় বিএনপির মিছিল চলাকালে হামলা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের শেরে বাংলা রোডে মিছিল বের করলে এ ঘটনা ঘটে। বিএনপির একাধিক সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে নগরের শেরে বাংলা রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি ময়লাপোতার দিকে যেতে থাকলে দুর্বৃত্তরা তিন দিক থেকে ঘিরে মিছিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হামলাকারীরা কয়েকটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপির মিছিলে হামলার বিষয়টি জেনেছি। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।