ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

তিন দাবি নিয়ে সচিবালয়ের সামনে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

  • আপডেট সময় : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

তিন দাবি নিয়ে বুধবার সচিবালয়ের সংলগ্ন সড়কে অবস্থান নেন আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি আদায়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ‘গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সকালে শাহবাগে জড়ো হন তারা। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে দুপুর ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে আহত ও শহীদ পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত আছেন। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে আহতরা এতে অংশ নিয়েছেন।

আন্দোলনে আহত জিহাদ ইসলাম বলেন, আমরা আহত ও শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য চাই না। তিনটি ক্যাটাগরি করা হয়েছে, তাদের মধ্যে একটা ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবেন না, তা হতে পারে না।

পরে দুপুর দেড়টায় ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ে প্রবেশ করে। এসময় আন্দোলনকারী বাকিরা গেইটের সামনেই অবস্থান করছেন।

দাবিগুলো হলো-জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুইটি ক্যাটাগরিতে রাখা; বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা; এবং আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য জরুরি হটলাইন চালু করা।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তিন দাবি নিয়ে সচিবালয়ের সামনে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

আপডেট সময় : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি আদায়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ‘গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সকালে শাহবাগে জড়ো হন তারা। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে দুপুর ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে আহত ও শহীদ পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত আছেন। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে আহতরা এতে অংশ নিয়েছেন।

আন্দোলনে আহত জিহাদ ইসলাম বলেন, আমরা আহত ও শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য চাই না। তিনটি ক্যাটাগরি করা হয়েছে, তাদের মধ্যে একটা ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবেন না, তা হতে পারে না।

পরে দুপুর দেড়টায় ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ে প্রবেশ করে। এসময় আন্দোলনকারী বাকিরা গেইটের সামনেই অবস্থান করছেন।

দাবিগুলো হলো-জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুইটি ক্যাটাগরিতে রাখা; বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা; এবং আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য জরুরি হটলাইন চালু করা।