ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয়

  • আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারও দর্শককে মুগ্ধ করেছে। শনিবার (৩০ আগস্ট) সান্তিয়াগো বের্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে তারা মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন জয়ে পৌঁছেছে। ম্যাচের শুরুতে মায়োর্কা ভেদাত মুরিকির গোলে এগিয়ে গেলেও রিয়াল দ্রুত পাল্টা আক্রমণে লিড নিজের হাতে নিয়েছে।

ম্যাচের ২০ মিনিট না যেতেই মায়োর্কা গোল করে লিড নিলেও রিয়ালের আক্রমণ থেমে থাকেনি। ৩৭ মিনিটে ডিন হুইসেনের হেড পাস থেকে আর্দা গুলের ফাঁকা জালে গোল করেন। পরের মিনিটেই ভিনিসিউস জুনিয়র অসাধারণ এক সলো অ্যাটাকে দলের লিড নিশ্চিত করেন।

তবে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তে গোল বাতিল হয়। সপ্তম মিনিটে রিয়ালের একটি গোল ভিএআর দেখে বাতিল হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে এমবাপ্পের গোল অফসাইডে এবং দ্বিতীয়ার্ধে গুলেরের হ্যান্ডবলের কারণে গোল বাতিল হয়।

৬৫ মিনিটে মায়োর্কা সমতাসূচক গোলের সুযোগ পায়। বদলি খেলোয়াড় কস্তারের শট লক্ষ্যভ্রষ্ট না হলে গোল হতো। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের আলভারো কারেরাস গোললাইন থেকে দুর্দান্ত সেভ করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন।

রিয়াল পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল। ৫৮ শতাংশ সময় বল দখলে রাখে তারা, ১৭টি শট নিলে ৭টি লক্ষ্যে ছিল। মায়োর্কা ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। আন্তর্জাতিক বিরতির আগে সব ম্যাচে জয় পাওয়ায় কোচ শাবি আলনসো আর তার শিষ্যরা আত্মবিশ্বাসে ভরা অবস্থায় বিরতিতে যাচ্ছে।

ভিনিসিউস জুনিয়র আন্তর্জাতিক বিরতির আগে ৩ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট করে দলের আক্রমণ বাড়িয়েছেন। আর্দা গুলের দলের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলভারো কারেরাসের প্রতিরক্ষা ছিল ম্যাচের অন্যতম হাইলাইট। এমবাপ্পে গোল না হলেও দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রিয়াল মাদ্রিদ টানা তিন জয়ে লা লিগার শীর্ষে থেকে নিজেদের আধিপত্য বজায় রেখেছে।

ওআ/আপ্র/৩১/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয়

আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ক্রীড়া ডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারও দর্শককে মুগ্ধ করেছে। শনিবার (৩০ আগস্ট) সান্তিয়াগো বের্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে তারা মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন জয়ে পৌঁছেছে। ম্যাচের শুরুতে মায়োর্কা ভেদাত মুরিকির গোলে এগিয়ে গেলেও রিয়াল দ্রুত পাল্টা আক্রমণে লিড নিজের হাতে নিয়েছে।

ম্যাচের ২০ মিনিট না যেতেই মায়োর্কা গোল করে লিড নিলেও রিয়ালের আক্রমণ থেমে থাকেনি। ৩৭ মিনিটে ডিন হুইসেনের হেড পাস থেকে আর্দা গুলের ফাঁকা জালে গোল করেন। পরের মিনিটেই ভিনিসিউস জুনিয়র অসাধারণ এক সলো অ্যাটাকে দলের লিড নিশ্চিত করেন।

তবে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তে গোল বাতিল হয়। সপ্তম মিনিটে রিয়ালের একটি গোল ভিএআর দেখে বাতিল হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে এমবাপ্পের গোল অফসাইডে এবং দ্বিতীয়ার্ধে গুলেরের হ্যান্ডবলের কারণে গোল বাতিল হয়।

৬৫ মিনিটে মায়োর্কা সমতাসূচক গোলের সুযোগ পায়। বদলি খেলোয়াড় কস্তারের শট লক্ষ্যভ্রষ্ট না হলে গোল হতো। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের আলভারো কারেরাস গোললাইন থেকে দুর্দান্ত সেভ করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন।

রিয়াল পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল। ৫৮ শতাংশ সময় বল দখলে রাখে তারা, ১৭টি শট নিলে ৭টি লক্ষ্যে ছিল। মায়োর্কা ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। আন্তর্জাতিক বিরতির আগে সব ম্যাচে জয় পাওয়ায় কোচ শাবি আলনসো আর তার শিষ্যরা আত্মবিশ্বাসে ভরা অবস্থায় বিরতিতে যাচ্ছে।

ভিনিসিউস জুনিয়র আন্তর্জাতিক বিরতির আগে ৩ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট করে দলের আক্রমণ বাড়িয়েছেন। আর্দা গুলের দলের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলভারো কারেরাসের প্রতিরক্ষা ছিল ম্যাচের অন্যতম হাইলাইট। এমবাপ্পে গোল না হলেও দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রিয়াল মাদ্রিদ টানা তিন জয়ে লা লিগার শীর্ষে থেকে নিজেদের আধিপত্য বজায় রেখেছে।

ওআ/আপ্র/৩১/০৮/২০২৫