ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

তিনশ আসনে আ.লীগের দলীয় প্রার্থী থাকবে, প্রয়োজনে সমন্বয়: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তিনশ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী থাকবে, প্রয়োজন হলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের জোট আছে। জোটের অন্য দলগুলো জয়লাভ করার মতো শক্তি রাখে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। এডজাস্ট (জোটবদ্ধ) তাদের সঙ্গে হবে যারা জয়লাভ করার মতো শক্তি রাখেন। তাদেরকে মনোনয়ন দেয়া হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগের কেউ চাইলেই তাকে স্বতন্ত্র নির্বাচন করতে দেয়া হবে না। নির্বাচনের এখনো সময় আছে দেখি কি হয়। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার কোনো কৌশল জানা নেই। তবে তারা আসলে কোনো আপত্তি নাই, স্বাগত জানাই। কাদের বলেন, ১৪ দলীয় জোটে কারা কারা নমিনেশন চায়, আমাদের আগে বুঝতে হবে। ১৪ দলের সাথে আমাদের জোট আছে। তারা কারা কারা প্রার্থী সেটা দেখি। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা অবজারভ করব। ১৭ তারিখ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, তা দেখেই আওয়ামী লীগ তার কৌশল ঠিক করবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আমরা দেখিয়ে দিতে চাই একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়। এখন যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছেন, তারা হয়তো তখন করবেন না।
এসময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তিনশ আসনে আ.লীগের দলীয় প্রার্থী থাকবে, প্রয়োজনে সমন্বয়: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : তিনশ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী থাকবে, প্রয়োজন হলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের জোট আছে। জোটের অন্য দলগুলো জয়লাভ করার মতো শক্তি রাখে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। এডজাস্ট (জোটবদ্ধ) তাদের সঙ্গে হবে যারা জয়লাভ করার মতো শক্তি রাখেন। তাদেরকে মনোনয়ন দেয়া হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগের কেউ চাইলেই তাকে স্বতন্ত্র নির্বাচন করতে দেয়া হবে না। নির্বাচনের এখনো সময় আছে দেখি কি হয়। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার কোনো কৌশল জানা নেই। তবে তারা আসলে কোনো আপত্তি নাই, স্বাগত জানাই। কাদের বলেন, ১৪ দলীয় জোটে কারা কারা নমিনেশন চায়, আমাদের আগে বুঝতে হবে। ১৪ দলের সাথে আমাদের জোট আছে। তারা কারা কারা প্রার্থী সেটা দেখি। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা অবজারভ করব। ১৭ তারিখ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, তা দেখেই আওয়ামী লীগ তার কৌশল ঠিক করবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আমরা দেখিয়ে দিতে চাই একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়। এখন যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছেন, তারা হয়তো তখন করবেন না।
এসময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।