ক্রীড়া ডেস্ক: দুই পর্বে দীর্ঘ প্রস্তুতির পর ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রস্তুতি ক্যাম্পে থাকলেও মূল দলে জায়গা হয়নি দুই ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজউদ্দিনের। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আগামী মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ে ম্যাচটি খেলতে বৃহস্পতিবার সকাল ৯টায় রওনা দিয়েছে বাংলাদেশ দল। ওই নির্ধারিত সময়েরও আধা ঘন্টা পর বাফুফের অফিসিয়াল ফেইসবুক পেইজে চূড়ান্ত দল ঘোষণা করা হয়!
প্রাথমিক দল থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য আছেন আরেক জন, ফাহামিদুল ইসলাম। ইতালির সেরি ডি’তে খেলা এই তরুণ ফরোয়ার্ডের বাদ পড়ার খবরটি অবশ্য আগেই জানা যায়। বিষয়টি নিয়ে দেশের ফুটবলে কিছুটা অস্থিরতাও তৈরি হয়। হাভিয়ের কাববেরার ২৪ সদস্যের এই দলে নিশ্চিতভাবেই সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবলের সমর্থকরা, হামজা নিজেও দারুণ কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন। পরে এদিন বিকেলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, দল শিলং পৌঁছেছে।
ভারত সফরের বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন