বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সোমবার তার নতুন গান ‘সেই তুমি কে’ মুক্তি পেয়েছে ফ্রেশ প্রিমিয়াম টি-এর ফেসবুক পাতায়। তাহসানের সঙ্গে গানে মডেল হয়েছেন স্নিগ্ধা চৌধুরী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।গানটি নিয়ে তাহসান বলেন, “যেহেতু অনেকদিন পরে নিজের গান নিয়ে কাজ করা, তাই গানটিকে আমার মনের মতো করে গড়ে তুলতে চেয়েছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে। আমার যতগুলো মিউজিক ভিডিও হয়েছে, এটি সব থেকে বেস্ট মিউজিক ভিডিও হবে আশা করছি।” ‘সেই তুমি কে’ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কি-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল, উপস্থাপকসহ নানা সময় নানারূপে হাজির হন তাহসান। তার মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।