ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

তালেবান প্রতিনিধিদের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

  • আপডেট সময় : ১২:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। বুধবার তালেবানের তরফে জানানো হয়েছে, দুই দিনের এই সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। এই বৈঠকে শান্তি প্রক্রিয়া এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় লিখেছেন, ‘রাজনীতি, অর্থনীতি ও উভয় দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোছিত হয়েছে।’
তালেবান আলোচক এবং ডেপুটি নেতা মুল্লাহ বারাদার আখুন্দের নেতৃত্বাধীন দলটি চীনের আফগান বিষয়ক বিশেষ দূতের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া চীনা কর্তৃপক্ষের আমন্ত্রণে একটি ভ্রমণেও অংশ নিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে যখন সহিংসতা বাড়ছে সেই মুহূর্তে চীন সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি নিশ্চিতের চেষ্টা করছে তালেবান। গোষ্ঠীটির কাতারে একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেখানেই শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এর এই মাসে তালেবান প্রতিনিধিরা ইরান সফর করেছেন। সেখানে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তালেবান প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আফগানিস্তানের নিরাপত্তা ক্রমেই ভেঙে পড়ছে। চীন সীমান্তবর্তী আফগানিস্তানের বিস্তৃত এলাকা নতুন করে দখল করে নিতে শুরু করেছে তালেবান। কাতারের শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও আফগানিস্তানের নতুন নতুন জেলা আর সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে তালেবান। তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় বলেন, ‘প্রতিনিধিরা চীনকে আশ্বস্ত করেছে যে, আফগানিস্তানের ভূমিকে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না।’ এছাড়া চীনও আশ্বস্ত করেছে যে আফগানদের সহায়তা অব্যাহত রাখবে বেইজিং। তবে চীন আফগানিস্তানের কোনও ইস্যুতে হস্তক্ষেপ করবে না কিন্তু সমস্যা সমাধান এবং দেশটিতে শান্তি স্থাপনে সহায়তা দেবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তালেবান প্রতিনিধিদের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

আপডেট সময় : ১২:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। বুধবার তালেবানের তরফে জানানো হয়েছে, দুই দিনের এই সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। এই বৈঠকে শান্তি প্রক্রিয়া এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় লিখেছেন, ‘রাজনীতি, অর্থনীতি ও উভয় দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোছিত হয়েছে।’
তালেবান আলোচক এবং ডেপুটি নেতা মুল্লাহ বারাদার আখুন্দের নেতৃত্বাধীন দলটি চীনের আফগান বিষয়ক বিশেষ দূতের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া চীনা কর্তৃপক্ষের আমন্ত্রণে একটি ভ্রমণেও অংশ নিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে যখন সহিংসতা বাড়ছে সেই মুহূর্তে চীন সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি নিশ্চিতের চেষ্টা করছে তালেবান। গোষ্ঠীটির কাতারে একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেখানেই শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এর এই মাসে তালেবান প্রতিনিধিরা ইরান সফর করেছেন। সেখানে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তালেবান প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আফগানিস্তানের নিরাপত্তা ক্রমেই ভেঙে পড়ছে। চীন সীমান্তবর্তী আফগানিস্তানের বিস্তৃত এলাকা নতুন করে দখল করে নিতে শুরু করেছে তালেবান। কাতারের শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও আফগানিস্তানের নতুন নতুন জেলা আর সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে তালেবান। তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় বলেন, ‘প্রতিনিধিরা চীনকে আশ্বস্ত করেছে যে, আফগানিস্তানের ভূমিকে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না।’ এছাড়া চীনও আশ্বস্ত করেছে যে আফগানদের সহায়তা অব্যাহত রাখবে বেইজিং। তবে চীন আফগানিস্তানের কোনও ইস্যুতে হস্তক্ষেপ করবে না কিন্তু সমস্যা সমাধান এবং দেশটিতে শান্তি স্থাপনে সহায়তা দেবে।