আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নাগরিকদের জিম্মি করে রাখায় তালেবান শীর্ষ নেতাদের ধরতে যুক্তরাষ্ট্র ‘বিরাট পুরস্কার’ ঘোষণা করতে পারে বলে মন্তব্য করেছেন সপ্তাহখানেক আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া মার্কো রুবিও।
আগে যতজনের কথা জানা গেছে, তালেবানের হাতে তার চেয়েও বেশি মার্কিন নাগরিক জিম্মি আছে বলে শোনা যাচ্ছে, শনিবার (২৫ জানুয়ারি) তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যতজনকে আটকে রেখেছে বলে খবর তালেবান নাকি তার চেয়েও বেশি মার্কিন নাগরিককে আটকে রেখেছে, এমনটা মাত্রই শুনলাম।
যদি এটা সত্যি হয়, তাহলে আমরা শিগগিরই তাদের শীর্ষ নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা করবো, এটা হয়তো এমনকী বিন লাদেনের জন্য যা ছিল, তার চেয়েও বেশি হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওই পোস্টে এর চেয়ে বেশি কিছু বলেননি তিনি। তালেবানের হাতে আটকে থাকা মার্কিনির সংখ্যাও উল্লেখ করেননি।
গত সপ্তাহে কাবুলের কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিকের বিনিময়ে মাদক চোরাকারবারি ও উগ্রবাদী কর্মকাণ্ডের দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত এক আফগানকে ছাড়াতে পেরেছে তারা।
খান মোহাম্মদ নামের এ আফগান ছাড়া পাওয়ার পর কাবুল এসে পৌঁছেছে বলে মঙ্গলবার আফগান কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তার বিনিময়ে যে যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তালেবান প্রশাসনের এক মুখপাত্রও তা নিশ্চিত করেছেন।
মুক্তি পাওয়া দুই মার্কিনি হচ্ছেন- রায়ান করবেট ও উইলিয়াম ম্যাকেনটি। রায়ান করবেটের মুক্তি পাওয়ার খবর তার পরিবার নিশ্চিত করেছে। করবেট ২০২২ সালেই তালেবানের হাতে আটক হন। ম্যাকেনটির মুক্তির খবর দিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
দুই দশকব্যাপী যুদ্ধের পর ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে নিলে তালেবান ফের আফগানিস্তান দখলে নেয়।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর বলেছেন, নারী ও কন্যাশিশুদের ওপর নিপীড়নের অভিযোগে সর্বোচ্চ ধর্মীয় গুরু হায়বাতুল্লাহ আখুন্দজাদাসহ দুই তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি।