আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ করছে বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ৩১শে আগস্টের মধ্যে মার্কিন সেনা সরানোর বিষয়ে তালেবানের হুঁশিয়ারির পর এমন কথা জানালেন তিনি।
গত সোমবার সাংবাদিকদের জেক সুলিভান জানান, তালেবানের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের এখন মূল উদ্দেশ্যই হল মার্কিনীদের আফগানিস্তান থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নিয়ে আসা।
সুলিভান বলেন, ‘রাজনৈতিক এবং নিরাপত্তা স্তরে আমরা প্রতিনিয়ত তালেবানদের সঙ্গে কথা বলছি। কী ব্যাপারে কথা হয়েছে, সে কথা হয়তো এখানে জানাতে পারব না। তবে এটুকু বলতে পারি, একাধিক বিষয়ে দু’পক্ষের মধ্যে কথা হয়েছে।’
তিনি বলেন, ‘তালেবানের ব্যাপারে আমরা কোনো ভুল ধারণা পোষণ করছি না। আমাদের একটাই লক্ষ্য, আমাদের হাতে যে কাজটি রয়েছে, তা দ্রুত শেষ করা। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে হাজারেরও বেশি মানুষকে দেশে ফেরাতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন।’ এর আগে এই প্রসঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয় তালেবান। তালেবানের মুখপাত্র সুহেল শাহিন স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৩১ আগস্টের মধ্যে আমেরিকান সেনা সরিয়ে নেওয়া হবে। যদি সেটা না হয়, তার অর্থ আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা রয়েছে। যা থাকার কথা নয়। মনে রাখবেন, ডেডলাইন নয়, ওটা রেডলাইন।’
যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই ডেডলাইন বাড়ানো হবে কি না ২৪ ঘণ্টার মধ্যেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে পাঞ্জশির এখনও দখল করতে না পারলেও উত্তর আফগানিস্তানের তিনটি জেলা বানো, দেহ সালেহ এবং পুল-ই-হেসার ইতিমধ্যে পুনর্দখল করেছে তালিবান। যা গত সপ্তাহে দখল করেছিল নর্দার্ন অ্যালায়েন্স। পাঞ্জশিরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ