ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

তালেবানের মার্কিন স্বীকৃতি লাভ বহু দূর : বাইডেন

  • আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের মার্কিন স্বীকৃতি লাভ এখনও বহু দূর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এর আগে গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, তালেবানের স্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও তাড়া নেই। ওয়াশিংটন দলটিকে তাদের কর্মকা- দিয়েই বিচার করবে।
গত মাসে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান ইস্যু নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় তিনি জানান, দলটির বিশ্বাস বা আদর্শগত জায়গায় কোনও পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন না। এদিকে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনায় কাতার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি। সফরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাদবাকি উদ্ধার তৎপরতা নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তালেবানের কোনও প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, অ্যান্টনি ব্লিঙ্কেন সরাসরি তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত না হলেও দলটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তাদের প্রতি ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে এই যোগাযোগের প্রয়োজন রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তালেবানের মার্কিন স্বীকৃতি লাভ বহু দূর : বাইডেন

আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের মার্কিন স্বীকৃতি লাভ এখনও বহু দূর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এর আগে গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, তালেবানের স্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও তাড়া নেই। ওয়াশিংটন দলটিকে তাদের কর্মকা- দিয়েই বিচার করবে।
গত মাসে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান ইস্যু নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় তিনি জানান, দলটির বিশ্বাস বা আদর্শগত জায়গায় কোনও পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন না। এদিকে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনায় কাতার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি। সফরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাদবাকি উদ্ধার তৎপরতা নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তালেবানের কোনও প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, অ্যান্টনি ব্লিঙ্কেন সরাসরি তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত না হলেও দলটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তাদের প্রতি ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে এই যোগাযোগের প্রয়োজন রয়েছে।