ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

তালেবানের বিরুদ্ধে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ অ্যামনেস্টির

  • আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটির দাবি, ক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই দেইকুন্ডি প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা করেছে তালেবান সদস্যরা। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট খিদর জেলায় ঢুকে পড়ে ৩০০ তালেবান মিলিশিয়া। আফগান নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) অন্তত ১১ জন সদস্যকে হত্যা করে তারা। নিহতরা সবাই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে ৯ জনই তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিল। তারপরও প্রাণহানির শিকার হয় তারা। তাদের বয়স ছিল ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।
হত্যাকা-ের সময় নিরাপত্তা বাহিনীর সাবেক কয়েকজন সদস্য পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তালেবান মিলিশিয়ারা। এতে মাসুমা নামে ১৭ বছরের এক কিশোরী এবং ফয়েজ নামে ২০ বছরের আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তালেবানের বিরুদ্ধে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ অ্যামনেস্টির

আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটির দাবি, ক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই দেইকুন্ডি প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা করেছে তালেবান সদস্যরা। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট খিদর জেলায় ঢুকে পড়ে ৩০০ তালেবান মিলিশিয়া। আফগান নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) অন্তত ১১ জন সদস্যকে হত্যা করে তারা। নিহতরা সবাই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে ৯ জনই তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিল। তারপরও প্রাণহানির শিকার হয় তারা। তাদের বয়স ছিল ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।
হত্যাকা-ের সময় নিরাপত্তা বাহিনীর সাবেক কয়েকজন সদস্য পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তালেবান মিলিশিয়ারা। এতে মাসুমা নামে ১৭ বছরের এক কিশোরী এবং ফয়েজ নামে ২০ বছরের আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।