ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

তালেবানের ‘উৎসবের গুলিতে’ নিহত ১৭

  • আপডেট সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশ গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে গুলিতে ছেয়ে যায়। আর এই গুলিতেই অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে কাবুলের এমার্জেন্সি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেন এই গুলি সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, উৎসব পালন করতে তালেবান ফাঁকা আকাশে এই গুলি ছুড়েছিল। কিন্তু তালেবান সূত্র থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ফাঁকা আকাশে গুলি ছুড়ে উদযাপন করা আফগানিস্তানে সাধারণ রীতি। গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র যখন তাদের সর্বশেষ সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয় তখন তালেবান ফাঁকা আকাশে গুলি ছুড়ে উদযাপন করেছিল। কিন্তু সেদিন দ্রুতই তারা ব্যাখ্যা দিয়েছিল। ইতোমধ্যে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে ফাঁকা আকাশে গুলি ছোড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে বলেছেন, গুলি ছোড়ার পরিবর্তে মানুষের উচিত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। আফগানিস্তান ভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেস বলছে, উৎসবের গুলির কারণে আফগানিস্তান জুড়ে ৭০ জনেরও বেশি মারা গিয়েছে। এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তালেবানের ‘উৎসবের গুলিতে’ নিহত ১৭

আপডেট সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশ গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে গুলিতে ছেয়ে যায়। আর এই গুলিতেই অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে কাবুলের এমার্জেন্সি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেন এই গুলি সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, উৎসব পালন করতে তালেবান ফাঁকা আকাশে এই গুলি ছুড়েছিল। কিন্তু তালেবান সূত্র থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ফাঁকা আকাশে গুলি ছুড়ে উদযাপন করা আফগানিস্তানে সাধারণ রীতি। গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র যখন তাদের সর্বশেষ সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয় তখন তালেবান ফাঁকা আকাশে গুলি ছুড়ে উদযাপন করেছিল। কিন্তু সেদিন দ্রুতই তারা ব্যাখ্যা দিয়েছিল। ইতোমধ্যে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে ফাঁকা আকাশে গুলি ছোড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে বলেছেন, গুলি ছোড়ার পরিবর্তে মানুষের উচিত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। আফগানিস্তান ভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেস বলছে, উৎসবের গুলির কারণে আফগানিস্তান জুড়ে ৭০ জনেরও বেশি মারা গিয়েছে। এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।