ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে তাড়াহুড়া নয়: পাকিস্তান

  • আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনে সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার তিনি বলেন, স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে।
শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারও তাড়া আছে, আর তালেবানের উচিত এগুলোর ওপর নজর রাখা।’ তিনি বলেন তালেবান স্বীকৃতি চাইলে তাদের আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে।
পাকিস্তানের লক্ষ্য হলো আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা। আর সেটা অর্জনে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের পরামর্শ দেন তিনি। শাহ মাহমুদ কোরেশি বলেন, তাদের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এগুলোর বিরোধী নয়, ‘পরেরটা দেখা যাক।’
তালেবান আফগান নারীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কাজে যোগ দিতে দেবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ ও প্রতিষ্ঠান আফগান সরকারের সম্পদ জব্দ রেখেছে সেগুলো দ্রুত ছাড় করে দেওয়ার আহ্বান জানান শাহ মাহমুদ কোরেশি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে তাড়াহুড়া নয়: পাকিস্তান

আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনে সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার তিনি বলেন, স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে।
শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারও তাড়া আছে, আর তালেবানের উচিত এগুলোর ওপর নজর রাখা।’ তিনি বলেন তালেবান স্বীকৃতি চাইলে তাদের আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে।
পাকিস্তানের লক্ষ্য হলো আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা। আর সেটা অর্জনে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের পরামর্শ দেন তিনি। শাহ মাহমুদ কোরেশি বলেন, তাদের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এগুলোর বিরোধী নয়, ‘পরেরটা দেখা যাক।’
তালেবান আফগান নারীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কাজে যোগ দিতে দেবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ ও প্রতিষ্ঠান আফগান সরকারের সম্পদ জব্দ রেখেছে সেগুলো দ্রুত ছাড় করে দেওয়ার আহ্বান জানান শাহ মাহমুদ কোরেশি।