ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ফেসবুক

  • আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে এবং তাদেরকে ফেসবুক থেকে নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সব ধরনের পোস্টের পাশাপাশি তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, বছরের পর বছর তলেবান সামজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বার্তা ছড়িয়ে আসছিল। ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি’।
এদিকে তালেবান সদস্যরা নানা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে বলেও প্রতিষ্ঠানটির কাছে প্রমাণ রয়েছে।
গত রোববার বিনা প্রতিরোধে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপরই দৃশ্যপট বদলে যায়। প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করে তালেবানের শীর্ষ নেতারা। সেদিনই দেশ ছেড়ে পালায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। আফগানিস্তানের ক্ষমতা নিতে কাজ শুরু করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ফেসবুক

আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে এবং তাদেরকে ফেসবুক থেকে নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সব ধরনের পোস্টের পাশাপাশি তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, বছরের পর বছর তলেবান সামজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বার্তা ছড়িয়ে আসছিল। ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি’।
এদিকে তালেবান সদস্যরা নানা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে বলেও প্রতিষ্ঠানটির কাছে প্রমাণ রয়েছে।
গত রোববার বিনা প্রতিরোধে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপরই দৃশ্যপট বদলে যায়। প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করে তালেবানের শীর্ষ নেতারা। সেদিনই দেশ ছেড়ে পালায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। আফগানিস্তানের ক্ষমতা নিতে কাজ শুরু করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়।