ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

  • আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন জয়া আহসান। বিভিন্ন সময়ে নিজের ছবির পাশাপাশি নানারকম মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সেসব ছবি বা মুহূর্ত নিয়ে সোশ্যালে প্রায়ই বুলিংয়ের শিকার হন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে কথা বলেন জয়া।

সেখানে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

সেই সাক্ষাৎকারে তিনি আরো জানিয়েছেন, মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না। শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই সাক্ষাৎকারটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টিভিতে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে বলে জানা গেছে।

ওআ/আপ্র/১৭/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন জয়া আহসান। বিভিন্ন সময়ে নিজের ছবির পাশাপাশি নানারকম মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সেসব ছবি বা মুহূর্ত নিয়ে সোশ্যালে প্রায়ই বুলিংয়ের শিকার হন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে কথা বলেন জয়া।

সেখানে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

সেই সাক্ষাৎকারে তিনি আরো জানিয়েছেন, মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না। শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই সাক্ষাৎকারটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টিভিতে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে বলে জানা গেছে।

ওআ/আপ্র/১৭/১০/২০২৫